Ajker Patrika

শিক্ষায় শেরে বাংলা পদক পেলেন মনপুরার আবদুল বাছেত

প্রতিনিধি, মনপুরা (ভোলা)
শিক্ষায় শেরে বাংলা পদক পেলেন মনপুরার আবদুল বাছেত

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি পদক-২০২১ পেয়েছেন মনপুরার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বাছেত। জাতীয় শোক দিবস ও পদক প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এ পদক প্রদান করে। 

গতকাল শনিবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এই পদক প্রদান করা হয়। 

এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা লায়ন মজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। 

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ। 

এছাড়াও এ বছর বিশেষ অবদানের জন্য জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ দশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত