প্রতিনিধি
ছাতক (সুনামগঞ্জ): নিখোঁজের তিনদিন পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুকুর থেকে পাপিয়া বেগম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতকের কাইতকোনা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।
পাপিয়া ওই গ্রামের আবু বক্করের মেয়ে।
জানা যায়, গত শনিবার ভোরে প্রতিদিনের মতো গ্রামে আম কুড়াতে বের হয় পাপিয়া। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ওয়ার্ড মেম্বার মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গতকাল সোমবার সন্ধ্যায় কাইতকোনা গ্রামের পার্শ্ববর্তী তাজ উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরে শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে রাতেই পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে শিশুটির উপর কারো কু-নজর পড়েছিল। তাই শিশুটিকে অপহরণ করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
ছাতক (সুনামগঞ্জ): নিখোঁজের তিনদিন পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুকুর থেকে পাপিয়া বেগম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতকের কাইতকোনা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।
পাপিয়া ওই গ্রামের আবু বক্করের মেয়ে।
জানা যায়, গত শনিবার ভোরে প্রতিদিনের মতো গ্রামে আম কুড়াতে বের হয় পাপিয়া। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ওয়ার্ড মেম্বার মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গতকাল সোমবার সন্ধ্যায় কাইতকোনা গ্রামের পার্শ্ববর্তী তাজ উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরে শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে রাতেই পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে শিশুটির উপর কারো কু-নজর পড়েছিল। তাই শিশুটিকে অপহরণ করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৭ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫