Ajker Patrika

সিলেটে যুবক হত্যা: ১০ জনের নামে মামলা, রিমান্ডে জুয়েল

সিলেট প্রতিনিধি
সিলেটে যুবক হত্যা: ১০ জনের নামে মামলা, রিমান্ডে জুয়েল

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত একজনকে ৫দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে নিহত নাজিমের বাবা নুর মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে আসামি করা হয়েছে ১০ জনকে। এ ছাড়াও অজ্ঞাত আসামি রয়েছেন ৭ থেকে ৮ জন।

এদিকে বিকেলে এ ঘটনায় গ্রেপ্তারকৃত জুয়েল আহমদকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার রাতেই সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার মীর কাশেমের ছেলে জুয়েল আহমদকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, জুয়েলকে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আরও বলেন, ‘রিমান্ডে নেওয়া জুয়েলের সহযোগিতায় সম্পৃক্তদের শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছি। এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে কথা-কাটাকাটির জেরে নাজিম আহমদ (১৯) নামের যুবক খুন হয়। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার ছেলে ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা। এরপর মেডিকেল এলাকা থেকে একজনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত