বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাজামুল ইসলাম নামে এক ভুক্তভোগী। গতকাল শনিবার রাতে পাড়িয়ার গ্রামীণ ব্যাংক এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ভুক্তভোগী তাজামুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলাটলি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
লিখিত বক্তব্যে তাজামুল ইসলাম বলেন, ‘গত ৯ জানুয়ারি পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মারপিটের একটি ঘটনা সাজিয়ে আমিসহ ১৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আমাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে বিজ্ঞ আদালত ওই দিনই আমাকে জামিনে মুক্ত করে দিয়েছেন।’
তাজামুল ইসলাম আরও বলেন, ‘আমার স্ত্রী গত পাঁচ বছর পাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন। পাশাপাশি আমিও এখন পর্যন্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তাদের কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি এবং দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’
পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। একাধিকবার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলার পরেও মামলা কী কারণে রুজু করল সেটা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি জানাব। দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানাচ্ছি।’
পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নুর ইসলাম ও তাজামুলের নেতৃত্বেই আমার ওপর হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলন করলেও অপরাধ ঢাকা যাবে না। গতকাল রাতেই ছাত্রলীগের লোকজন প্রতিবাদ মিছিল করে সেটার জবাব দিয়েছেন।’
সংবাদ সম্মেলনে মামলার বাকি আসামিরা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাজামুল ইসলাম নামে এক ভুক্তভোগী। গতকাল শনিবার রাতে পাড়িয়ার গ্রামীণ ব্যাংক এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ভুক্তভোগী তাজামুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলাটলি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
লিখিত বক্তব্যে তাজামুল ইসলাম বলেন, ‘গত ৯ জানুয়ারি পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মারপিটের একটি ঘটনা সাজিয়ে আমিসহ ১৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আমাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে বিজ্ঞ আদালত ওই দিনই আমাকে জামিনে মুক্ত করে দিয়েছেন।’
তাজামুল ইসলাম আরও বলেন, ‘আমার স্ত্রী গত পাঁচ বছর পাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন। পাশাপাশি আমিও এখন পর্যন্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তাদের কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি এবং দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’
পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। একাধিকবার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলার পরেও মামলা কী কারণে রুজু করল সেটা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি জানাব। দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানাচ্ছি।’
পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নুর ইসলাম ও তাজামুলের নেতৃত্বেই আমার ওপর হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলন করলেও অপরাধ ঢাকা যাবে না। গতকাল রাতেই ছাত্রলীগের লোকজন প্রতিবাদ মিছিল করে সেটার জবাব দিয়েছেন।’
সংবাদ সম্মেলনে মামলার বাকি আসামিরা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫