Ajker Patrika

মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাজামুল ইসলাম নামে এক ভুক্তভোগী। গতকাল শনিবার রাতে পাড়িয়ার গ্রামীণ ব্যাংক এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ভুক্তভোগী তাজামুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলাটলি গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

লিখিত বক্তব্যে তাজামুল ইসলাম বলেন, ‘গত ৯ জানুয়ারি পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মারপিটের একটি ঘটনা সাজিয়ে আমিসহ ১৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আমাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে বিজ্ঞ আদালত ওই দিনই আমাকে জামিনে মুক্ত করে দিয়েছেন।’ 

তাজামুল ইসলাম আরও বলেন, ‘আমার স্ত্রী গত পাঁচ বছর পাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন। পাশাপাশি আমিও এখন পর্যন্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তাদের কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি এবং দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’ 

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। একাধিকবার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলার পরেও মামলা কী কারণে রুজু করল সেটা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি জানাব। দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানাচ্ছি।’

পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নুর ইসলাম ও তাজামুলের নেতৃত্বেই আমার ওপর হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলন করলেও অপরাধ ঢাকা যাবে না। গতকাল রাতেই ছাত্রলীগের লোকজন প্রতিবাদ মিছিল করে সেটার জবাব দিয়েছেন।’ 

সংবাদ সম্মেলনে মামলার বাকি আসামিরা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত