Ajker Patrika

প্রশ্নপত্র চুরির সময় হাতেনাতে ধরা, কারাগারে দুই অফিস সহকারী

রংপুর প্রতিনিধি
প্রশ্নপত্র চুরির সময় হাতেনাতে ধরা, কারাগারে দুই অফিস সহকারী

রংপুরের চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে দুই অফিস সহকারীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র চুরির সময় তাঁরা হাতেনাতে ধরা পড়েন।

চুরির ঘটনায় দণ্ড পাওয়া দুজন হলেন পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ল্যাব সহকারী রাসেল মিয়া (২৬) ও পিয়ন রাকিবুল ইসলাম নাজমুল (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও কেন্দ্র সচিব জানান, আজ পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এইচএসসির জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ে ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলার সময়ে বেলা ১১টার দিকে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী রাসেল মিয়া জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে প্রশ্নপত্রসহ হাতেনাতে আটক করেন কক্ষ পরিদর্শক।

বিষয়টি কেন্দ্র সচিব উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার ওই পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন। এ সময় প্রশ্নপত্র চুরির সঙ্গে জড়িত থাকার অপরাধে পিয়ন রাকিবুল ইসলাম নাজুমলকেও আটক করা হয়। পরে রাসেল ও নাজমুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দিয়ে থানা-পুলিশে হস্তান্তর করা হয় বলে জানান কেন্দ্র সচিব।

অভিযোগ রয়েছে, ল্যাব সহকারী রাসেল মিয়া ও পিয়ন রাকিবুল ইসলাম নাজমুল কৌশলে পরীক্ষা চলা সময়ে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে নিয়ে উত্তরপত্র প্রস্তুত করে টাকার বিনিময়ে চুক্তি করা পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করতেন।

পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ছাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যখন ঘটনা তখন আমি পরীক্ষা কক্ষে ছিলাম। প্রশ্নপত্র পাচারের সময় দুজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই। ইউএনও সহকারী কমিশনার তকী ফয়সালকে পরীক্ষা কেন্দ্রে পাঠান। রাসেল ও নাজমুলকে তাঁর জিম্মায় দেওয়া হয়। তাঁরা বেতনভুক্ত চাকরিজীবী হয়ে যে কাজ করেছে তা খুবই ন্যক্কারজনক।’

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তকী ফয়সাল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশ্নপত্র চুরি ও তা বাইরে পাচারের সময় আটক দুজনকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৩টার দিকে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী রাসেল ও পিয়ন নাজমুলকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত