রাজশাহীর গাছপাকা আম বাজারে আসা শুরু
রাজশাহীর আমের জন্য অপেক্ষা ফুরাল। আজ বৃহস্পতিবার হতে জেলার বাগানগুলো থেকে গাছপাকা আম নামানো শুরু হয়েছে। শুরুতে নামছে ‘গুটি’ হিসেবে পরিচিত সাধারণ জাতের আম। পরে পর্যায়ক্রমে আসবে নানা উন্নত জাত। বাগানিরা বলছেন, এবার ফলন কিছুটা বেশি, তবে দাম তুলনামূলক কম।