Ajker Patrika

বাঘায় আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ি এলাকায় যেতেন।

সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তাঁর সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত