বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ি এলাকায় যেতেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তাঁর সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ি এলাকায় যেতেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তাঁর সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
৪ মিনিট আগেশিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটিতে পাঁচটি ট্রেডে পড়ালেখা চালু রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর শাহীন আক্তার নানান অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁরা অভিযোগ করেন, সরকার থেকে পাওয়া নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অফিস সহায়ক আমিনুলকে হিসাব শাখার দায়িত্ব দেওয়ার
১০ মিনিট আগেবস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ, তাদের স্ট্রাকচারটাই শেষ হয়ে গেছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন...
৪০ মিনিট আগেকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে রোববার (৩ আগস্ট) বিকেলে ফরেনসিক প্রতিবেদন হস্তান্তর করেন পুলিশের সদস্যরা।
১ ঘণ্টা আগে