Ajker Patrika

চুলার ধোঁয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮: ৪৮
চুলার ধোঁয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রজপুর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর হোসেন ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। 

মৃতের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমরা মাসখানেক আগে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের ঘরের কাছে চুলা তৈরি করি। চুলার ধোঁয়া তাঁদের ঘরে ঢুকত। একই সঙ্গে চালের টিন নষ্ট হচ্ছে অভিযোগ তুলে গ্রামের কয়েকজনের মাধ্যমে চুলা বন্ধ করতে বলেন। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নেব বলে জানিয়েছিলাম। এরই জেরে আজ সকাল সাড়ে ৯টার দিকে দোকানে যাওয়ার পথে আমার স্বামীর রাস্তা অবরোধ করে মারধর করেন প্রতিবেশী আক্তার ও তাঁর পরিবারের লোকজন। বিষয়টি আমাদের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। পরে আক্তার ও তাঁর লোকজন পালিয়ে যান।’ 

মৃতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার পর পরই আমার স্বামীকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।’ 

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত