Ajker Patrika

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫: ৫৫
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩ মে সকাল সাড়ে ৯টার দিকে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন সঞ্জয় সরকার। ঘটনাস্থলেই মারা যায় ওই ছাত্রী।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত