বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নলকূপের গোড়ায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীন শাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহীন শাহ সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের নজির শাহর ছেলে এবং নাটোর আদালতের এক আইনজীবীর সহকারী।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরিফ আল রাজীব লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সৌদিপ্রবাসী আয়ুব আলীর স্ত্রী জলন্দা গ্রামের হেলাল হোসেন ফালুর মেয়ে হুসনে আরাকে আটক করেছে পুলিশ।
শাহীন শাহের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘গত সোমবার কোর্টের কাজ শেষে করে বাড়িতে যান শাহীন শাহ। এ সময় হুসনে আরা ফোনে তাঁকে ডেকে নেন। সেই দিন রাত থেকেই শাহীনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বুধবার শাহীনের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।’
হুসনে আরার বড় ভাই আব্দুল মান্নান বলেন, ‘একটা মামলা পরিচালনা করতে গিয়ে শাহীনের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। তখন থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল শাহীনের। কোন সময় বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে বুঝতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমার বোনকে সিংড়ায় বিয়ে দিয়েছি। স্বামী আয়ুব আলী ওমানে চলে যাওয়ার পর থেকে সে আমাদের বাড়িতেই থাকে।’
হুসনে আরার বরাত দিয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, ‘হুসনে আরার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এই সুযোগে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন শাহীন। গত সোমবার সন্ধ্যায় শাহীন তাঁর বাড়িতে আসেন। মাকে ঘুমের ওষুধ খাইয়ে হুসনে আরার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। পরে হুসনে আরা শাহীনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। তাঁর প্যান্টের বেল্ট খুলে গলায় ফাঁসি দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে নলকূপ মেরামতের জন্য খুঁড়ে রাখা গর্তে ফেলে মাটি চাপা দেন।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।
নাটোরের বড়াইগ্রামে নলকূপের গোড়ায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীন শাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহীন শাহ সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের নজির শাহর ছেলে এবং নাটোর আদালতের এক আইনজীবীর সহকারী।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরিফ আল রাজীব লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সৌদিপ্রবাসী আয়ুব আলীর স্ত্রী জলন্দা গ্রামের হেলাল হোসেন ফালুর মেয়ে হুসনে আরাকে আটক করেছে পুলিশ।
শাহীন শাহের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘গত সোমবার কোর্টের কাজ শেষে করে বাড়িতে যান শাহীন শাহ। এ সময় হুসনে আরা ফোনে তাঁকে ডেকে নেন। সেই দিন রাত থেকেই শাহীনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বুধবার শাহীনের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।’
হুসনে আরার বড় ভাই আব্দুল মান্নান বলেন, ‘একটা মামলা পরিচালনা করতে গিয়ে শাহীনের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। তখন থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল শাহীনের। কোন সময় বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে বুঝতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমার বোনকে সিংড়ায় বিয়ে দিয়েছি। স্বামী আয়ুব আলী ওমানে চলে যাওয়ার পর থেকে সে আমাদের বাড়িতেই থাকে।’
হুসনে আরার বরাত দিয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, ‘হুসনে আরার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এই সুযোগে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন শাহীন। গত সোমবার সন্ধ্যায় শাহীন তাঁর বাড়িতে আসেন। মাকে ঘুমের ওষুধ খাইয়ে হুসনে আরার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। পরে হুসনে আরা শাহীনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। তাঁর প্যান্টের বেল্ট খুলে গলায় ফাঁসি দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে নলকূপ মেরামতের জন্য খুঁড়ে রাখা গর্তে ফেলে মাটি চাপা দেন।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫