Ajker Patrika

‘অনৈতিক’ কার্যকলাপ: বগুড়ায় হোটেল থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮: ৫৪
‘অনৈতিক’ কার্যকলাপ: বগুড়ায় হোটেল থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক তরুণী রয়েছেন। 

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সদরের মাটিডালি এলাকার গোধূলী নামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মামলা করে আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার অন্যরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের প্রভাত (২৩), গাইবান্ধা সদর উপজেলার ভিএইড রোডের মুন্সিপাড়া গ্রামের জাহিদ হাসান ওরফে চমক (৩৮) ও সাঘাটা উপজেলার এক তরুণী (২০)। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার চেয়ারম্যানসহ চারজন হোটেলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী তাঁদের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত