বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে বেলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটকেরা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী (৩৮), মোহাম্মদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২৯), মুঞ্জুর রহমান (৫৩), আব্দুল খালেক (৩৮), শাহরিয়ার নাফিজ (১৫), বকুল হোসেন (৩৩), নজরুল ইসলাম (৫৭) ও জুয়েল আলী (৩৩)।
নিহত বেলাল মন্ডলের ভাতিজা মিঠু জানান, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে বেলাল তাঁর ছেলে ও ভাতিজার সঙ্গে মশিন্দা বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আহসানের ছেলেরা তাঁদের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকেরা আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ফলাবিদ্ধ কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন নামে একজনের নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে বেলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটকেরা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী (৩৮), মোহাম্মদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২৯), মুঞ্জুর রহমান (৫৩), আব্দুল খালেক (৩৮), শাহরিয়ার নাফিজ (১৫), বকুল হোসেন (৩৩), নজরুল ইসলাম (৫৭) ও জুয়েল আলী (৩৩)।
নিহত বেলাল মন্ডলের ভাতিজা মিঠু জানান, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে বেলাল তাঁর ছেলে ও ভাতিজার সঙ্গে মশিন্দা বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আহসানের ছেলেরা তাঁদের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকেরা আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ফলাবিদ্ধ কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন নামে একজনের নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১১ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৭ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
২০ দিন আগে