Ajker Patrika

দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানো সেই শিক্ষক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭: ২৮
দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানো সেই শিক্ষক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানোর অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আনিছুর রহমান নামের সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আনিছুর রহমান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ধুনট শহরে একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। গত ৪ ফেব্রুয়ারি প্রাইভেট পড়ানোর একপর্যায়ে একা থাকার সুযোগে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন।

বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। ৬ জুন রাতে আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি ওই স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৮ জুন রাতে আনিছুর রহমানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকে আনিছুর রহমান পলাতক ছিলেন।

তবে জানতে চাইলে থানা হাজতে থাকা অবস্থায় আনিছুর রহমান দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শত্রুতা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত