Ajker Patrika

রাজশাহীতে ডা. মুরাদ ও হেলালের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা 

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
রাজশাহীতে ডা. মুরাদ ও হেলালের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা 

সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 

জানা যায়, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অশ্লীল অডিও কথোপকথন ফাঁসের ঘটনায় বেকায়দায় পড়েন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। হারান জামালপুর জেলা আওয়ামী লীগের পদ। এরই মধ্যে জামালপুর-৪ আসনের সাংসদ বিদেশে পাড়ি দিয়েছেন। 

মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, ‘শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে ধরনের অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সুবিচার পাব বলে আশা করছি।’ 

আইনজীবী ইসমত আরা বলেন, ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন। 

আদালতে মামলার বাদীর সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত