Ajker Patrika

জয়পুরহাটে ডা. মুরাদ ও মহিউদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ডা. মুরাদ ও মহিউদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন

জয়পুরহাটে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে পেনাল কোডে মামলার জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের বিচারিক আদালতে এ আবেদন করা হয়। 

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মামলার এ আবেদন করা হয়েছে। জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে রাজু বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক নম্বর আমলি আদালতে (সদর) এ মামলা দায়ের করেন। 

মামলা দাখিলের আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। মামলার এক নম্বর আসামি মুরাদ হাসান ও দুই নম্বর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ জাইমা রহমান সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে জাইমা রহমান ও বিএনপির প্রতি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টির অপরাধ করা হয়েছে। এ কারণে আসামিরা ১৮৬০ সালের পেনাল কোডের-১৫৩ (ক) / ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় অপরাধ করেছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত আমার জবানবন্দি শুনে মামলা আমলে নিয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। 

মোজাহিদুল ইসলাম আরও বলেন, আমি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত