জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে পেনাল কোডে মামলার জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের বিচারিক আদালতে এ আবেদন করা হয়।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মামলার এ আবেদন করা হয়েছে। জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে রাজু বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক নম্বর আমলি আদালতে (সদর) এ মামলা দায়ের করেন।
মামলা দাখিলের আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। মামলার এক নম্বর আসামি মুরাদ হাসান ও দুই নম্বর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ জাইমা রহমান সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে জাইমা রহমান ও বিএনপির প্রতি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টির অপরাধ করা হয়েছে। এ কারণে আসামিরা ১৮৬০ সালের পেনাল কোডের-১৫৩ (ক) / ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় অপরাধ করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত আমার জবানবন্দি শুনে মামলা আমলে নিয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।
মোজাহিদুল ইসলাম আরও বলেন, আমি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন।
জয়পুরহাটে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে পেনাল কোডে মামলার জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের বিচারিক আদালতে এ আবেদন করা হয়।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মামলার এ আবেদন করা হয়েছে। জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে রাজু বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক নম্বর আমলি আদালতে (সদর) এ মামলা দায়ের করেন।
মামলা দাখিলের আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। মামলার এক নম্বর আসামি মুরাদ হাসান ও দুই নম্বর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ জাইমা রহমান সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে জাইমা রহমান ও বিএনপির প্রতি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টির অপরাধ করা হয়েছে। এ কারণে আসামিরা ১৮৬০ সালের পেনাল কোডের-১৫৩ (ক) / ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় অপরাধ করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত আমার জবানবন্দি শুনে মামলা আমলে নিয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।
মোজাহিদুল ইসলাম আরও বলেন, আমি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫