Ajker Patrika

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৩
জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

জয়পুরহাটে ধর্ষণ মামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শহরের বাটার মোড় এলাকা থেকে র‍্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে। 

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া মহল্লার মৃত দুলাল হোসেনের ছেলে রব্বানী (২২) এবং একই উপজেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে মমিন (২০)।

এ বিষয়ে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গত ২৯ ডিসেম্বর এক নারীকে (ভুক্তভোগী) গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১১ জানুয়ারি (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) / ৩০ অনুসারে) দুজনের নাম উল্লেখপূর্বক জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। আর মামলা দায়েরের এক দিনের মধ্যেই র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত