Ajker Patrika

ধানভর্তি ট্রাক গন্তব্যে না নিয়ে ঢাকায় গিয়ে বিক্রির অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৭: ৫২
ধানভর্তি ট্রাক গন্তব্যে না নিয়ে ঢাকায় গিয়ে বিক্রির অভিযোগ

নেত্রকোনা থেকে ধানভর্তি ট্রাক গন্তব্যে না নিয়ে ঢাকায় গিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে চালক গোলাম মোস্তফার (৩০) বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হলে সেসব ধান ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব তথ্য জানান। 

গতকাল রোববার সিরাজগঞ্জ থেকে চালক মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার একটি অটোরাইস থেকে ওইসব ধানের চাল ওই দিনেই উদ্ধার করা হয়। মোস্তফার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামে। 

পুলিশ সুপার ফয়েজ জানান, গত ২৫ জুন নেত্রকোনার সদর উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ স্থানীয় ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি অটোরাইসের উদ্দেশ্যে ২৩০ বস্তা ধান (আনুমানিক মূল্য ৫ লাখ টাকা) ট্রাকে করে পাঠান। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে এসব ধান সিরাজগঞ্জে নিজের গ্রামে নিয়ে যান চালক মোস্তফা। 

এদিকে ধান না পৌঁছানোয় নেত্রকোনা মডেল থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেন ধান ব্যবসায়ী রাজু। অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তা কাজে লাগিয়ে ট্রাক চালক মোস্তফাকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যমতে গতকাল ভোরে ট্রাকটিকে রং পাল্টানো অবস্থায় ভুইয়াগাছি থেকে জব্দ করে পুলিশ। 

পরবর্তীতে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটোরাইসে অভিযান চালিয়ে ট্রাক চালকের বিক্রি করা ধান থেকে রূপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা ও ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার। 

সংবাদ সম্মেলন পুলিশ সুপার ধান ব্যবসায়ীদের বিভিন্ন অটোরাইসে ধান পাঠানোর আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংরক্ষণ করার অনুরোধ জানান। এতে অপরাধ অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত