Ajker Patrika

ভেড়ামারায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৬
ভেড়ামারায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গতকাল বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চণ্ডীপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), চাঁদগ্রাম এলাকার নজরুল মালিথার ছেলে রনি মালিথা (২৮), মো. আব্দুল হামিদ ওরফে কটার ছেলে জনি  (২৮) ও ড্যানি  (২৫) এবং মৃত জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক (৪০)। জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথা তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ভেড়ামারা থানায় সোপর্দ করা হবে। 

র‍্যাবের পাঠানো বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ বিরাজমান বংশগত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মালিথা বংশের লোকজন কর্তৃক সিদ্দিকুর রহমান মন্ডল নির্মমভাবে হত্যার শিকার হন। 

গ্রেপ্তারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। স্থানীয় জনগণ অনেকেই গ্রেপ্তারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথাকে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে দেখেছেন এবং হত্যাকাণ্ডের জন্য বাকি তিনজন তাঁদের অন্যান্য সহযোগিতা করেছেন বলে জানা গেছে। 

এর আগে গত শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মন্ডলকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। এর পরের দিন শনিবার রাতে এনামুল হক বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত