Ajker Patrika

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১: ০৯
ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুর এলাকায় শেখ লোকমান হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর আপন ছোট ভাই মোশারফ হোসেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সোনার মোড় ব্রিজসংলগ্ন আকবার আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন একই গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে ও মোশারফ হোসেন মেজো ছেলে। লোকমান হোসেন ভাঙারি বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ছেলে শেখ আল-আমিন হোসেন বলেন, ‘আজ ফজরের নামাজ শেষে আমার বাবা বাড়ির পার্শ্ববর্তী আকবর আলী মার্কেটে যান। ভাঙারি কিনতে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আকস্মিক দা নিয়ে বাবার ওপর চাড়ও হন আমার চাচা মোশারফ। একপর্যায়ে ধারালো দায়ের কোপে বুকে ছিদ্র হয়ে ফুসফুস বেরিয়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

আল-আমিন হোসেন আরও বলেন, ‘আমার ভ্যানচালক দাদার সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক ভালো থাকার কারণে চাচা প্রচণ্ড হিংসা করতেন। এ ছাড়া এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মেজ চাচাকে গালমন্দ করেন আমার বাবা। এসব ঘটনার ধারাবাহিকতায় আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

নিহতের সহযোগী মিজানুর রহমান জানান, প্রতিদিন তাঁরা দুজন মিলে একসঙ্গে ভাঙারি কিনতে গ্রামে যেতেন। আজ সকালে লোকমান হোসেন তাঁকে ডাকতে না গিয়ে একাকী দোকান থেকে জিনিসপত্র বের করছিলেন। এ সময় তাঁর ছোট ভাই মোশারফ তাঁকে কুপিয়ে হত্যা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ‘ঘাতক মোশারফ হোসেন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। পরিবারের সবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর আগে বাবাকে মারধর করেন এবং বড় ভাবিকে ধাওয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায় দুই বছর আগে বিদেশে কাজ করতে যাওয়া স্ত্রী নাজমার পাঠানো টাকায় সংসার চালান তিনি।’

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ফুসফুস বের হয়ে গেছে। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আরও আঘাতের চিহ্ন রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত