শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুর এলাকায় শেখ লোকমান হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর আপন ছোট ভাই মোশারফ হোসেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সোনার মোড় ব্রিজসংলগ্ন আকবার আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন একই গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে ও মোশারফ হোসেন মেজো ছেলে। লোকমান হোসেন ভাঙারি বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের ছেলে শেখ আল-আমিন হোসেন বলেন, ‘আজ ফজরের নামাজ শেষে আমার বাবা বাড়ির পার্শ্ববর্তী আকবর আলী মার্কেটে যান। ভাঙারি কিনতে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আকস্মিক দা নিয়ে বাবার ওপর চাড়ও হন আমার চাচা মোশারফ। একপর্যায়ে ধারালো দায়ের কোপে বুকে ছিদ্র হয়ে ফুসফুস বেরিয়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
আল-আমিন হোসেন আরও বলেন, ‘আমার ভ্যানচালক দাদার সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক ভালো থাকার কারণে চাচা প্রচণ্ড হিংসা করতেন। এ ছাড়া এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মেজ চাচাকে গালমন্দ করেন আমার বাবা। এসব ঘটনার ধারাবাহিকতায় আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
নিহতের সহযোগী মিজানুর রহমান জানান, প্রতিদিন তাঁরা দুজন মিলে একসঙ্গে ভাঙারি কিনতে গ্রামে যেতেন। আজ সকালে লোকমান হোসেন তাঁকে ডাকতে না গিয়ে একাকী দোকান থেকে জিনিসপত্র বের করছিলেন। এ সময় তাঁর ছোট ভাই মোশারফ তাঁকে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ‘ঘাতক মোশারফ হোসেন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। পরিবারের সবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর আগে বাবাকে মারধর করেন এবং বড় ভাবিকে ধাওয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায় দুই বছর আগে বিদেশে কাজ করতে যাওয়া স্ত্রী নাজমার পাঠানো টাকায় সংসার চালান তিনি।’
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ফুসফুস বের হয়ে গেছে। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আরও আঘাতের চিহ্ন রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুর এলাকায় শেখ লোকমান হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর আপন ছোট ভাই মোশারফ হোসেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সোনার মোড় ব্রিজসংলগ্ন আকবার আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন একই গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে ও মোশারফ হোসেন মেজো ছেলে। লোকমান হোসেন ভাঙারি বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের ছেলে শেখ আল-আমিন হোসেন বলেন, ‘আজ ফজরের নামাজ শেষে আমার বাবা বাড়ির পার্শ্ববর্তী আকবর আলী মার্কেটে যান। ভাঙারি কিনতে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আকস্মিক দা নিয়ে বাবার ওপর চাড়ও হন আমার চাচা মোশারফ। একপর্যায়ে ধারালো দায়ের কোপে বুকে ছিদ্র হয়ে ফুসফুস বেরিয়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
আল-আমিন হোসেন আরও বলেন, ‘আমার ভ্যানচালক দাদার সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক ভালো থাকার কারণে চাচা প্রচণ্ড হিংসা করতেন। এ ছাড়া এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মেজ চাচাকে গালমন্দ করেন আমার বাবা। এসব ঘটনার ধারাবাহিকতায় আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
নিহতের সহযোগী মিজানুর রহমান জানান, প্রতিদিন তাঁরা দুজন মিলে একসঙ্গে ভাঙারি কিনতে গ্রামে যেতেন। আজ সকালে লোকমান হোসেন তাঁকে ডাকতে না গিয়ে একাকী দোকান থেকে জিনিসপত্র বের করছিলেন। এ সময় তাঁর ছোট ভাই মোশারফ তাঁকে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ‘ঘাতক মোশারফ হোসেন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। পরিবারের সবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর আগে বাবাকে মারধর করেন এবং বড় ভাবিকে ধাওয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায় দুই বছর আগে বিদেশে কাজ করতে যাওয়া স্ত্রী নাজমার পাঠানো টাকায় সংসার চালান তিনি।’
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ফুসফুস বের হয়ে গেছে। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আরও আঘাতের চিহ্ন রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫