Ajker Patrika

গরুর মালিককে ট্রাক চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার চোর চক্রের ৫ সদস্য

মাগুরা প্রতিনিধি
গরুর মালিককে ট্রাক চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার চোর চক্রের ৫ সদস্য

মাগুরার শালিখা উপজেলায় গত ৭ নভেম্বর গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের কাছ থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান। 

কামরুল হাসান বলেন, গত বছর ৭ নভেম্বর ভোরে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম লস্কর ধাওয়া করে মাগুরা সদরের আসবা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করেন। তখন সাদ্দামকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে চক্রটি। নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে সাদ্দামের চুরি যাওয়া গরুটিসহ চুরিতে ব্যবহৃত ট্রাক ও বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চোরচক্রের পাঁচ সদস্যকে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের সালথা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), মধুখালী থানার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে মো. কাজল (২৭)। 

পুলিশ কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ শিকার করেছেন। চক্রটি ফরিদপুর-মাগুরাসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামের স্ত্রী আজ গরুটি ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জড়িতদের ফাঁসির দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত