মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় গত ৭ নভেম্বর গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের কাছ থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান বলেন, গত বছর ৭ নভেম্বর ভোরে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম লস্কর ধাওয়া করে মাগুরা সদরের আসবা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করেন। তখন সাদ্দামকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে চক্রটি। নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে সাদ্দামের চুরি যাওয়া গরুটিসহ চুরিতে ব্যবহৃত ট্রাক ও বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চোরচক্রের পাঁচ সদস্যকে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের সালথা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), মধুখালী থানার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে মো. কাজল (২৭)।
পুলিশ কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ শিকার করেছেন। চক্রটি ফরিদপুর-মাগুরাসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামের স্ত্রী আজ গরুটি ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জড়িতদের ফাঁসির দাবি জানান।
মাগুরার শালিখা উপজেলায় গত ৭ নভেম্বর গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের কাছ থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান বলেন, গত বছর ৭ নভেম্বর ভোরে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম লস্কর ধাওয়া করে মাগুরা সদরের আসবা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করেন। তখন সাদ্দামকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে চক্রটি। নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে সাদ্দামের চুরি যাওয়া গরুটিসহ চুরিতে ব্যবহৃত ট্রাক ও বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চোরচক্রের পাঁচ সদস্যকে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের সালথা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), মধুখালী থানার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে মো. কাজল (২৭)।
পুলিশ কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ শিকার করেছেন। চক্রটি ফরিদপুর-মাগুরাসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামের স্ত্রী আজ গরুটি ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জড়িতদের ফাঁসির দাবি জানান।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫