Ajker Patrika

তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪ 

যশোর প্রতিনিধি
তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪ 

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি চাকু ও করাত জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার দোগাছিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ (২১), ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (১৯), খোলাডাঙ্গা গ্রামের শেখ মুজিবরের সন্তান তৃতীয় লিঙ্গের নাজমা (৩৫) ও মৃত লাল মিয়ার সন্তান সেলিম ওরফে সেলিনা। 

জানা যায়, গতকাল সকালে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলা যাচ্ছিলেন নিহত লাভলী। তিনি হালসা ব্রিজ থেকে একটু দূরে পৌঁছালে শাকিল পারভেজ ও মেহেদী হাসান তাঁদের ব্যবহৃত পিস্তল দিয়ে লাভলীকে গুলি করেন। পরে শাকিল কাছে থাকা বর্মিজ চাকু দিয়ে লাভলীর মুখমণ্ডলের বিভিন্ন স্থানে ও গলায় পোচ দিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। 

এ ঘটনায় ডিবির এসআই বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ২ / ৩ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেন। 

আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 

তাঁরা জানিয়েছেন, হিজড়া সম্প্রদায়কে পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা ও পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত