Ajker Patrika

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

সাতক্ষীরার দেবহাটায় প্রথম শ্রেণির ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার। 

এ নিয়ে ওসি মো. বাবুল আক্তার আজকের প্রতিকাকে জানান, মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। ভিকটিম শিশুটি এখন চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ মে) বিকেলে বাড়ির পাশের পরিত্যক্ত কাঠ মিলের পাশে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। একপর্যায়ে চিৎকার দিলে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখন সে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত