কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার থানাপাড়া এলাকার মো. হাবিব মোল্লাহর ছেলে কাজী সোহান (৪৪) এবং শহরতলীর কুটিপাড়া এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে আশিকুর রহমান জুয়েল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যেসব তথ্যের ভিত্তিতে র্যাব কাজ করছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে কুমারখালী থানা-পুলিশের মাধ্যমে মামলার তদন্তকারী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়ার শহরের বাবর আলী গেট এলাকায় তাঁর অফিসে কাজ করছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। রাত ৯টার দিকে একটি ফোন কলে তিনি অফিস থেকে বের হন। তারপর আর ফিরে আসেননি। পরের দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন রুবেলের ছোট ভাই মাহাবুব। পরে গত ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরের দিন ৮ জুলাই কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাঁর দাফন করা হয়। এ ঘটনার পর থেকে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা তাঁর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন।
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার থানাপাড়া এলাকার মো. হাবিব মোল্লাহর ছেলে কাজী সোহান (৪৪) এবং শহরতলীর কুটিপাড়া এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে আশিকুর রহমান জুয়েল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যেসব তথ্যের ভিত্তিতে র্যাব কাজ করছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে কুমারখালী থানা-পুলিশের মাধ্যমে মামলার তদন্তকারী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়ার শহরের বাবর আলী গেট এলাকায় তাঁর অফিসে কাজ করছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। রাত ৯টার দিকে একটি ফোন কলে তিনি অফিস থেকে বের হন। তারপর আর ফিরে আসেননি। পরের দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন রুবেলের ছোট ভাই মাহাবুব। পরে গত ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরের দিন ৮ জুলাই কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাঁর দাফন করা হয়। এ ঘটনার পর থেকে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা তাঁর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫