Ajker Patrika

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনায় ২ সন্দেহভাজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনায় ২ সন্দেহভাজন গ্রেপ্তার

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার সন্ধ্যায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার থানাপাড়া এলাকার মো. হাবিব মোল্লাহর ছেলে কাজী সোহান (৪৪) এবং শহরতলীর কুটিপাড়া এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে আশিকুর রহমান জুয়েল। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যেসব তথ্যের ভিত্তিতে র‍্যাব কাজ করছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে কুমারখালী থানা-পুলিশের মাধ্যমে মামলার তদন্তকারী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়ার শহরের বাবর আলী গেট এলাকায় তাঁর অফিসে কাজ করছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। রাত ৯টার দিকে একটি ফোন কলে তিনি অফিস থেকে বের হন। তারপর আর ফিরে আসেননি। পরের দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন রুবেলের ছোট ভাই মাহাবুব। পরে গত ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরের দিন ৮ জুলাই কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাঁর দাফন করা হয়। এ ঘটনার পর থেকে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা তাঁর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত