Ajker Patrika

অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ২৮
অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের ইউপি নবনির্বাচিত সদস্য উত্তম কুমার সরকারকে (৩৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

নিহত ইউপি সদস্য উত্তম কুমার সরকার উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত-অশান্ত সরকারের ছেলে। 

এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে সুন্দলী বাজার থেকে হরিশপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে। পরে তাঁর বুকে গুলি করে। গুলিটি বুক ভেদ করে বেরিয়ে গেলে উত্তম সরকার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলির শব্দে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানিয়েছেন, থানা-পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলার সুন্দলী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন উত্তম সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত