আফ্রিকার মিথ নিয়ে হলিউডে নির্মিত তুমুল জনপ্রিয় সিনেমা ব্ল্যাক প্যান্থারের পরিচালক ব্যাংক ডাকাতিতে জড়িত ছিলেন? এমন অভিযোগেই পরিচালক রায়ান কুগলারকে আটক করেছিল পুলিশ। অবশ্য ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। দ্রুতই ক্ষমা চেয়েছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে আটলান্টায় কুগলারকে আটক করে পুলিশ। গতকাল বুধবার পুলিশ সেই ভিডিও প্রকাশ করেছে। এর আগে বিষয়টি জানা যায়নি। কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেনি।
ভিডিও প্রকাশের পর পরিচালক রায়ান কুগলার এক বিবৃবিতিতে বলেছেন, এমন ঘটনা খুবই অনভিপ্রেত। যাইহোক, ব্যাংক অব আমেরিকা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আচরণে আমি সন্তুষ্ট। আমরা এ নিয়ে কোনো অসন্তোষ রাখতে চাই না।
পুলিশের বরাত দিয়ে শোবিজ ম্যাগাজিন ই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টায় ওই সময় বেশ কয়েকটি কোম্পানির পক্ষ থেকে সন্দেহজনক তৎপরতার কথা পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ সেখানে দেখতে পায়, একটি বিলাসবহুল গাড়ি (এসইউভি) পার্ক করা এবং ইঞ্জিন তখনো চলছে। ভেতরে বসা ছিলেন দুই নারী-পুরুষ। তাঁরা পুলিশকে জানান, তাঁরা কুগলার নামে একজন সিনেমা প্রযোজকের জন্য অপেক্ষা করছেন। কুগলার ভেতরে টাকাপয়সা লেনদেন করছেন। পুলিশ তখন গাড়িতে বসা পুরুষটিকে কুগলারের ব্যাপারে কিছু তথ্য দিতে বলে। সেই বর্ণনা ব্যাংক অব আমেরিকা যে সন্দেহভাজনের বর্ণনা পুলিশকে দিয়েছিল তার সঙ্গে মিলে যায়।
এরপরই কুগলারকে আটক করে হ্যান্ডকাপ পরানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কুগলার ছাড়া পান। ১০-১২ ঘণ্টা হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিলেন কুগলার।
আফ্রিকার মিথ নিয়ে হলিউডে নির্মিত তুমুল জনপ্রিয় সিনেমা ব্ল্যাক প্যান্থারের পরিচালক ব্যাংক ডাকাতিতে জড়িত ছিলেন? এমন অভিযোগেই পরিচালক রায়ান কুগলারকে আটক করেছিল পুলিশ। অবশ্য ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। দ্রুতই ক্ষমা চেয়েছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে আটলান্টায় কুগলারকে আটক করে পুলিশ। গতকাল বুধবার পুলিশ সেই ভিডিও প্রকাশ করেছে। এর আগে বিষয়টি জানা যায়নি। কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেনি।
ভিডিও প্রকাশের পর পরিচালক রায়ান কুগলার এক বিবৃবিতিতে বলেছেন, এমন ঘটনা খুবই অনভিপ্রেত। যাইহোক, ব্যাংক অব আমেরিকা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আচরণে আমি সন্তুষ্ট। আমরা এ নিয়ে কোনো অসন্তোষ রাখতে চাই না।
পুলিশের বরাত দিয়ে শোবিজ ম্যাগাজিন ই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টায় ওই সময় বেশ কয়েকটি কোম্পানির পক্ষ থেকে সন্দেহজনক তৎপরতার কথা পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ সেখানে দেখতে পায়, একটি বিলাসবহুল গাড়ি (এসইউভি) পার্ক করা এবং ইঞ্জিন তখনো চলছে। ভেতরে বসা ছিলেন দুই নারী-পুরুষ। তাঁরা পুলিশকে জানান, তাঁরা কুগলার নামে একজন সিনেমা প্রযোজকের জন্য অপেক্ষা করছেন। কুগলার ভেতরে টাকাপয়সা লেনদেন করছেন। পুলিশ তখন গাড়িতে বসা পুরুষটিকে কুগলারের ব্যাপারে কিছু তথ্য দিতে বলে। সেই বর্ণনা ব্যাংক অব আমেরিকা যে সন্দেহভাজনের বর্ণনা পুলিশকে দিয়েছিল তার সঙ্গে মিলে যায়।
এরপরই কুগলারকে আটক করে হ্যান্ডকাপ পরানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কুগলার ছাড়া পান। ১০-১২ ঘণ্টা হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিলেন কুগলার।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৭ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
৯ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
১৯ দিন আগে