‘সাবধান হয়ে যাও’, প্রিগোঝিনকে আগেই সতর্ক করেছিলেন লুকাশেঙ্কো
রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান প্রয়াত ইয়েভজেনি প্রিগোঝিনকে দিয়ে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি দাবি করেছেন, তিনি বিমান দুর্ঘটনার অনেক আগেই প্রিগোঝিন এবং তাঁর সঙ্গী দিমিত্রি উটকিনকে সতর্ক করে বলেছিলেন, তাদের জীবন হুমকির