ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারকে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি এই নির্দেশ দেন। ভাগনারের পাশাপাশি অন্য সব বেসরকারি সেনা সরবরাহকারী প্রতিষ্ঠানকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাগনারের প্রতিষ্ঠাতা এবং প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় গত সপ্তাহে মারা যান। পশ্চিমা বিশ্ব এ ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বলেছে, এর পেছনে পুতিনের হাত রয়েছে। তবে ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমা বিশ্বের এই দাবির প্রতিবাদ জানিয়ে বিষয়টি ‘চরম মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।
পুতিনের এই নির্দেশ গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। পুতিনের এই নির্দেশনা ভাগনারসহ সব বেসরকারি সেনা সরবরাহকারী সংস্থার জন্য প্রযোজ্য। বিশ্লেষকেরা বলছেন, পুতিনের এই নির্দেশ মূলত এ ধরনের সংস্থাগুলোর ওপর আরও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টা।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, যারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করছে কিংবা ইউক্রেনে পরিচালিত মস্কোর বিশেষ সামরিক অভিযানে যারা অংশ নিয়েছে, তাদের আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
পুতিন স্বাক্ষরিত আদেশে এই নির্দেশকে রাশিয়ার প্রতিরক্ষার আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি তৈরির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। উল্লিখিত শপথে একটি লাইন রয়েছে, যেখানে বলা হয়েছে, যারা এই আদেশের অন্তর্ভুক্ত, তারা তাদের কমান্ডার ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ কঠোরভাবে অনুসরণ করবে।
এদিকে, ভাগনার বিদ্রোহ ঘোষণার পর বাহিনীটিকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাঁকে সেই কাজ করা থেকে বিরত রাখেন। এমনটাই দাবি করেছেন তিনি।
চলতি বছরের জুন মাসের ২৩-২৪ তারিখে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভাগনার। এমনকি তারা ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনাঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য রাশিয়া সামরিক হস্তক্ষেপের আগেই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ স্থগিত করে বেলারুশে চলে যান। সঙ্গে ভাগনার বাহিনীর একাংশও চলে যায়।
বিদ্রোহের সময় পুতিন কড়া জবাব দিতে চেয়েছিলেন ভাগনারকে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট তাঁকে বুঝিয়ে শান্ত করেন। লুকাশেঙ্কো বলেন, সে সময় তিনি পুতিনকে প্রভাবিত করেছিলেন, যেন তিনি প্রিগোঝিন ও ভাগনারকে নিশ্চিহ্ন করে না ফেলেন। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি লুকাশেঙ্কো।
ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারকে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি এই নির্দেশ দেন। ভাগনারের পাশাপাশি অন্য সব বেসরকারি সেনা সরবরাহকারী প্রতিষ্ঠানকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাগনারের প্রতিষ্ঠাতা এবং প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় গত সপ্তাহে মারা যান। পশ্চিমা বিশ্ব এ ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বলেছে, এর পেছনে পুতিনের হাত রয়েছে। তবে ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমা বিশ্বের এই দাবির প্রতিবাদ জানিয়ে বিষয়টি ‘চরম মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।
পুতিনের এই নির্দেশ গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। পুতিনের এই নির্দেশনা ভাগনারসহ সব বেসরকারি সেনা সরবরাহকারী সংস্থার জন্য প্রযোজ্য। বিশ্লেষকেরা বলছেন, পুতিনের এই নির্দেশ মূলত এ ধরনের সংস্থাগুলোর ওপর আরও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টা।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, যারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করছে কিংবা ইউক্রেনে পরিচালিত মস্কোর বিশেষ সামরিক অভিযানে যারা অংশ নিয়েছে, তাদের আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
পুতিন স্বাক্ষরিত আদেশে এই নির্দেশকে রাশিয়ার প্রতিরক্ষার আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি তৈরির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। উল্লিখিত শপথে একটি লাইন রয়েছে, যেখানে বলা হয়েছে, যারা এই আদেশের অন্তর্ভুক্ত, তারা তাদের কমান্ডার ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ কঠোরভাবে অনুসরণ করবে।
এদিকে, ভাগনার বিদ্রোহ ঘোষণার পর বাহিনীটিকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাঁকে সেই কাজ করা থেকে বিরত রাখেন। এমনটাই দাবি করেছেন তিনি।
চলতি বছরের জুন মাসের ২৩-২৪ তারিখে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভাগনার। এমনকি তারা ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনাঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য রাশিয়া সামরিক হস্তক্ষেপের আগেই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ স্থগিত করে বেলারুশে চলে যান। সঙ্গে ভাগনার বাহিনীর একাংশও চলে যায়।
বিদ্রোহের সময় পুতিন কড়া জবাব দিতে চেয়েছিলেন ভাগনারকে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট তাঁকে বুঝিয়ে শান্ত করেন। লুকাশেঙ্কো বলেন, সে সময় তিনি পুতিনকে প্রভাবিত করেছিলেন, যেন তিনি প্রিগোঝিন ও ভাগনারকে নিশ্চিহ্ন করে না ফেলেন। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি লুকাশেঙ্কো।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৩ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৪ ঘণ্টা আগে