Ajker Patrika

১৫ দিনেও উদ্ধার হয়নি কমলাপুর স্টেশন ম্যানেজারের ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৫ দিনেও উদ্ধার হয়নি কমলাপুর স্টেশন ম্যানেজারের ফোন

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে গত ২৩ এপ্রিল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া ফোন ও মানিব্যাগ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় চুরির ঘটনা ঘটেছিল।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সে সময় দাবি করেছিলেন, চুরি যাওয়া মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করাও হয়েছিল। 

এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মোবাইল মানিব্যাগ উদ্ধার করা যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার করার। তবে কিছু প্রক্রিয়ায় গিয়ে আটকে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকে এখনো বন্ধ রয়েছে ফোন দুটি। অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে, তবে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।’ 

স্টেশনর ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল, মানিব্যাগ কোনো কিছুই এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে সেটাও বলতে পারছি না। পুলিশ উদ্ধার করতে পারলে হয়তো পাওয়া যাবে।’

এদিকে, গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি মোবাইল ফোন দুটি ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত