নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জনের দণ্ড কমিয়েছেন হাইকোর্ট। সাজা কমিয়ে তাঁদের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দেন।
২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের আব্দুল মতিন খুন হন। ঘটনার দিন রাতেই নিহতের ভাই মামলা করেন। বিচার শেষে এই মামলায় ২০১৬ সালের ১৭ আগস্ট সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ধারকী গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ, চৈতুন মোল্লা, ছাবাদুল, মাজির উদ্দিন, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু। এ ছাড়া বিচার চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরাও আপিল করেন। হাইকোর্টের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বলেন, সাতজনের মধ্যে শুধু মাজির উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আহসান উল্লাহ, নাজমুল হাসান রাকিব, সৈয়দা ফারাহ হেলাল ও মো. বেলাল হোসেন।
জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জনের দণ্ড কমিয়েছেন হাইকোর্ট। সাজা কমিয়ে তাঁদের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দেন।
২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের আব্দুল মতিন খুন হন। ঘটনার দিন রাতেই নিহতের ভাই মামলা করেন। বিচার শেষে এই মামলায় ২০১৬ সালের ১৭ আগস্ট সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ধারকী গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ, চৈতুন মোল্লা, ছাবাদুল, মাজির উদ্দিন, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু। এ ছাড়া বিচার চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরাও আপিল করেন। হাইকোর্টের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বলেন, সাতজনের মধ্যে শুধু মাজির উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আহসান উল্লাহ, নাজমুল হাসান রাকিব, সৈয়দা ফারাহ হেলাল ও মো. বেলাল হোসেন।
মেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৫ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫