Ajker Patrika

গোয়ালন্দে ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে তৈয়ব আলী (৭০) নামের এক ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর তৈয়বকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত তৈয়ব আলী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয় কয়েকজন যুবক জানান, তাঁরা সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন এসে তাঁদের জানান এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় ওই বৃদ্ধ পড়ে আছেন। এরপর তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

যুবকেরা বলেন, প্রায় ১ মাস ধরে ওই বৃদ্ধ কলেজটির বারান্দায় থাকতেন। ওখানেই রাতে ঘুমাতেন। যে যা দিত, তাই খেতেন। তবে তিনি কিছুটা ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। শারীরিকভাবেও একেবারে দুর্বল ছিলেন। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহ মো. শরিফ বলেন, মৃত বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের ৩টি গভীর আঘাত রয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত