নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাধারণ মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, মাদকের ব্যবসা, জুয়ার কারবার—সবই করতেন রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এই মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল। এসব অপকর্ম নিয়ন্ত্রণে ব্যবহার করতেন নিজস্ব ক্যাডার বাহিনী। তাঁর অত্যাচারে আগারগাঁও–তালতলার বাসিন্দারা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত ছিলেন। উজ্জ্বলকে গত সোমবার রাতে বিদেশি অস্ত্র ও এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের পর র্যাব বলছে, মাসফিকুর রহমান উজ্জ্বল অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।
র্যাবের কর্মকর্তা মেজর কামরুল ইসলাম বলেন, ‘তালতলা বাসস্ট্যান্ড এলাকায় শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের একটি কার্যালয় রয়েছে। সেখানে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করতেন এই উজ্জ্বল।’
র্যাব ৪–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁর নামে অনেক অভিযোগ। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে উজ্জ্বলকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। না হলে তিনি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে ওই কাজ বন্ধ করে দিতেন। সরকারি খাস জমি ও অন্যের মালিকানাধীন জমি জোর করে দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া দিতেন।
উজ্জ্বলের সহযোগীরা তাঁর প্রত্যক্ষ মদদে আগারগাঁও এলাকার ফুটপাতের প্রতিটি দোকান থেকে দৈনিক চাঁদা তুলতেন, মাদকের ব্যবসা করতেন। পথচারীরা এই পথ দিয়ে যাওয়ার সময় তাঁদের কবলে পড়ে ছিনতাইয়ের শিকার হতেন।
র্যাব বলছে, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা অভিযোগ করেছেন, তালতলার সর্বজনীন পূজা মন্দিরে গণপূর্তের প্রায় ৯ কাঠা জায়গা রয়েছে। এর দুই কাঠা জায়গা দখল করে গুদামঘর বানিয়েছেন উজ্জ্বল। ঘরটি ডেকোরেটরের কাছে ভাড়াও দিয়েছেন। যার ফলে মন্দিরের পরিবেশ বিশৃঙ্খল হয়ে উঠেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, শত সমস্যা থাকলেও অস্ত্রধারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে কেউ কথা বলতেন না। কেউ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র ধরে ভয় দেখাতেন ও মারধর করতেন।
সাধারণ মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, মাদকের ব্যবসা, জুয়ার কারবার—সবই করতেন রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এই মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল। এসব অপকর্ম নিয়ন্ত্রণে ব্যবহার করতেন নিজস্ব ক্যাডার বাহিনী। তাঁর অত্যাচারে আগারগাঁও–তালতলার বাসিন্দারা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত ছিলেন। উজ্জ্বলকে গত সোমবার রাতে বিদেশি অস্ত্র ও এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের পর র্যাব বলছে, মাসফিকুর রহমান উজ্জ্বল অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।
র্যাবের কর্মকর্তা মেজর কামরুল ইসলাম বলেন, ‘তালতলা বাসস্ট্যান্ড এলাকায় শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের একটি কার্যালয় রয়েছে। সেখানে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করতেন এই উজ্জ্বল।’
র্যাব ৪–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁর নামে অনেক অভিযোগ। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে উজ্জ্বলকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। না হলে তিনি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে ওই কাজ বন্ধ করে দিতেন। সরকারি খাস জমি ও অন্যের মালিকানাধীন জমি জোর করে দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া দিতেন।
উজ্জ্বলের সহযোগীরা তাঁর প্রত্যক্ষ মদদে আগারগাঁও এলাকার ফুটপাতের প্রতিটি দোকান থেকে দৈনিক চাঁদা তুলতেন, মাদকের ব্যবসা করতেন। পথচারীরা এই পথ দিয়ে যাওয়ার সময় তাঁদের কবলে পড়ে ছিনতাইয়ের শিকার হতেন।
র্যাব বলছে, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা অভিযোগ করেছেন, তালতলার সর্বজনীন পূজা মন্দিরে গণপূর্তের প্রায় ৯ কাঠা জায়গা রয়েছে। এর দুই কাঠা জায়গা দখল করে গুদামঘর বানিয়েছেন উজ্জ্বল। ঘরটি ডেকোরেটরের কাছে ভাড়াও দিয়েছেন। যার ফলে মন্দিরের পরিবেশ বিশৃঙ্খল হয়ে উঠেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, শত সমস্যা থাকলেও অস্ত্রধারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে কেউ কথা বলতেন না। কেউ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র ধরে ভয় দেখাতেন ও মারধর করতেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২০ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২২ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২৩ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫