Ajker Patrika

আশুলিয়ায় ফের মিনি ক্যাসিনোর সন্ধান, গ্রেপ্তার ২৫

প্রতিনিধি, (আশুলিয়া) ঢাকা
আশুলিয়ায় ফের মিনি ক্যাসিনোর সন্ধান, গ্রেপ্তার ২৫

আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে দুটি স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় ছয় সেট প্লেয়িং কার্ডসহ একটি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি সেলফোন এবং নগদ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-৪ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার মো. মোতালেব (১৯), নাটোর জেলার মো. জহিরুল ইসলাম (৩৮), নওগা জেলার মো. সবুর মন্ডল (৪০), নোয়াখালী জেলার মো. জাকির হোসেন (২৮), মাদারীপুর জেলার মো. ইলিয়াস (৩২), গোপালগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম (৩৬), নওগাঁ জেলার তৌফিক হোসেন (২৬), পিরোজপুর জেলার মো. আবুল হোসেন (২৬),  কুড়িগ্রাম জেলার  রিপন মিয়া (৪০), জামালপুর জেলার মো. মিলন রায় (৪৫), নওগাঁ জেলার মো. আবুল কালাম (৩৯)  গোপালগঞ্জ জেলার মো. সুহাগ লস্কর (২৯),  মাদারীপুর জেলার মো. আজিজুল (৩৫), নওগাঁ জেলার মো. রহিদুল বাঘ(২৫), রাজশাহী জেলার শহিদ প্রমানিক (৩৫), সিরাজগঞ্জ জেলার মো. আলমগীর (২৫), নওগাঁ জেলার মো. সাজ্জাদ হোসেন (৪০), বগুড়া জেলার  মো. বেলাল শেখ (৪৫), নওগাঁ জেলার মো. রাজু (২৮),  রাজশাহী জেলার মো. রবিউল হোসেন (৪০), ঢাকা জেলার মো. শাহ আলম (৪৫), জয়পুরহাট জেলার মো. সাগর (২০), কুমিল্লা জেলার মো. মজিবুর রহমান (২০) ও গাইবান্ধা জেলার মো. সুহেল (১৮)। 

আশুলিয়ায় ক্যাসিনোতে অভিযান চালিয়ে সেলফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২৫। ছবিঃ আজকের পত্রিকাসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়ার বলিভদ্র ও পলাশবাড়ি এলাকায় জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র‍্যাব-৪। অভিযানকালে জুয়া খেলা এবং জুয়ার আসর বসানোর অপরাধে ২৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

র‍্যাব-৪–এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটকৃকতরা সবাই প্রাথমিকভাবে জুয়া খেলাসহ জুয়ার আসর বসানোর সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভবিষ্যতে ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

আশুলিয়ায় ক্যাসিনোতে অভিযান চালিয়ে সেলফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২৫। ছবিঃ আজকের পত্রিকাউল্লেখ্য, এর আগে গত বছরের ২৫ অক্টোবর আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনোর সন্ধান পায় র‍্যাব-৪। ওই সময় অভিযান চালিয়ে আটক করা হয় ২১ জুয়াড়িকে। পরে র‍্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত