Ajker Patrika

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৯: ০৭
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে টঙ্গীর টিএনটি বাজারের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। 

এ ঘটনায় ওই নারী শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) নামে দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে তাঁর স্বামীকে মারধরের খবর জানিয়ে ওই মেসে ডেকে আনেন। পরে স্বামীকে পিটিয়ে আহত করে পাশের কক্ষে (মেসে) আটকে রাখেন তাঁরা। পরে ভুক্তভোগীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন শফিকুল ও ফিরোজ। ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তারা ওই দম্পতিকে ছেড়ে দেন। পরে সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী। 

ভুক্তভোগী বলেন, ‘আমি একটি কারখানায় কাজ করি। শফিকুল ও ফিরোজ আমাদের পরিচিত। রাতে আমার স্বামীকে লোকজন মেসের ভেতর মারধর করছে—এমন খবর দিয়ে ডেকে আনে ফিরোজ। পরে তাঁরা দুজন মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। আমাকে রাতভর ধর্ষণ করে। সকালে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। থানায় এসে মামলা করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

ইরানের পরমাণু কর্মসূচিতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছেন ট্রাম্প

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত