Ajker Patrika

দাফনের ১১ দিন পর ইমতিয়াজের লাশ বুঝে পেলেন স্ত্রী-স্বজনেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০: ২৮
দাফনের ১১ দিন পর ইমতিয়াজের লাশ বুঝে পেলেন স্ত্রী-স্বজনেরা

মুন্সিগঞ্জে বেওয়ারিশ হিসেবে দাফন করা ওই মরদেহটি নিখোঁজ স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলনের পর শনাক্ত করেন তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার ও স্বজনেরা। পরে সংশ্লিষ্ট থানা-পুলিশ, ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামার উপস্থিতিতে ইমতিয়াজের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিন বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থান থেকে লাশটি উত্তোলনের কথা থাকলেও বৃষ্টি ও আইনগত প্রক্রিয়া শেষে বেলা ৩টার দিকে লাশ উত্তোলন শুরু হয়।

নিহত ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) ঢাকার তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় স্ত্রী, তিন ছেলে-মেয়ে ও মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা এলাকায়।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ মোহাম্মদ ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি উল্লেখ করে তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার পরদিন ৮ মার্চ ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে ওই দিন সন্ধ্যায় সিরাজদিখানের মরিচের সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সিরাজদিখান থানা-পুলিশ। উদ্ধারের পরদিন আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে পুলিশ। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয় মরদেহটি। 

নিহত স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াএ বিষয়ে নিহত ইমতিয়াজের স্ত্রী ফাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘যেদিন আমরা লাশের ছবিটি দেখেছিলাম, সেদিনই বলেছিলাম এটা ইমতিয়াজের লাশ। আজকে লাশ উত্তোলনের পরেও দেখেছি, এটি ইমতিয়াজের লাশ। আমরা লাশ নিয়ে মুরাদনগরের গ্রামের বাড়ি পরমতলায় যাব। সেখানে কবর খননের কাজ চলছে। ইমতিয়াজকে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার পাশে দাফন করা হবে।’ 

ফাহমিদা আক্তার আরও বলেন, ‘সে (ইমতিয়াজ) নিখোঁজের পর থেকে প্রতিদিন আশায় ছিলাম, বাসায় ফিরবে। বাড়ির দরজা-জানালার দিকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাকিয়ে থাকতাম। জীবিত স্বামীকে পেলাম না। লাশ পেলাম কিন্তু সেটা ছুঁয়েও দেখতে পারলাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত