Ajker Patrika

সত্তরোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী)
সত্তরোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত পরিচয়ধারী (৭০) এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে পলিথিনে মোড়ানো বেশ কিছু টাকা ছিল।

স্থানীয় কয়েকজন বলেন, সন্ধ্যার পর থেকে এ এলাকায় মাদকসেবীদের আড্ডা জমে। দূরদূরান্ত থেকে অনেকে মোটরসাইকেল নিয়ে এ এলাকায় এসে আড্ডায় লিপ্ত হয়। আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। তবে মাদকসেবীদের কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটল সে সম্পর্কে কেউ ধারণা করতে পারছেন না।

স্থানীয় জালাল আহমেদ, সোহাগ প্রামাণিক, শাহরিয়ার মৃদুল, তন্ময় আহমেদসহ কয়েকজন জানান, তাঁরা সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকটি শিশু বাচ্চা দৌড়ে এসে তাঁদের এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকার কথা জানায়। সেখানে গিয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁরা ৯৯৯-এ ফোন দেন। কিছুক্ষণের মধ্যে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। 

তাঁরা বলেন, প্রায় এক মাস ধরে এই বৃদ্ধ ওই কলেজের বারান্দায় থাকেন। ওখানেই ঘুমান। যে যা দেয় তাই খান। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শারীরিকভাবেও বেশ দুর্বল। তাঁর মতো একজন বৃদ্ধকে কেন এভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো তাঁরা বুঝতে পারছেন না। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মো. শরিফ জানান, বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের তিনটি গভীর আঘাত রয়েছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত