৫২ জনের মৃত্যু: দম্ভ না দায় কোনটা নেব?
‘আমারে তালাবদ্ধ রেখে, আমারে আগুনে পুড়িয়ে মেরে/প্রেসনোট, শুধু প্রেসনোট আমি চাই না।’ অথচ এই প্রেসনোটই যেন শ্রমিকদের একমাত্র বাস্তবতা। যারা অর্থনীতির চাকাটি নিজের সর্বশক্তি দিয়ে টেনে নিয়ে যান, তাঁরা বরাবরই এই দেশে তালাবদ্ধ অবস্থায় আগুনে বা ভবন ধসে মারা পড়েন।