চারতলা বাড়ি বিক্রি করে সিনেমা নির্মাণ
কমেডি ও খলচরিত্রে পরিচিত মুখ শবনম পারভীন। বড় পর্দায় চার দশকের ক্যারিয়ারে প্রযোজনাও করেছেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শবনম ফিল্মসের ব্যানার থেকে মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’, ‘শুটার’, ‘সংগ্রাম’, ‘ভয়ংকর নারী’সহ বেশ কয়েকটি সিনেমা। শুক্রবার মুক্তি পাবে শবনম পারভীন প্রযোজিত নতুন সিনেমা ‘হুরমতি’। সিনেম