বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! এমন গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। তিনি নাকি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক! এমন গুজবে বিব্রত পূজা। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’।
গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি কার্ড। ছাত্রশিবিরের লোগো ব্যবহার করে কার্ডটি বানানো হয়েছে। তাতে রয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটির তালিকা। সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পদ পাওয়া ১৬ জনের নাম লেখা তাতে। ভুয়া ওই কার্ডে দাবি করা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরি নাকি এ কমিটির অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক!
এমন গুজব ছড়ানোর প্রতিবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরি। তিনি লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা চেরি আরও লিখেছেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’
চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! এমন গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। তিনি নাকি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক! এমন গুজবে বিব্রত পূজা। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’।
গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি কার্ড। ছাত্রশিবিরের লোগো ব্যবহার করে কার্ডটি বানানো হয়েছে। তাতে রয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটির তালিকা। সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পদ পাওয়া ১৬ জনের নাম লেখা তাতে। ভুয়া ওই কার্ডে দাবি করা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরি নাকি এ কমিটির অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক!
এমন গুজব ছড়ানোর প্রতিবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরি। তিনি লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা চেরি আরও লিখেছেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে