ফারুকীর রাজনৈতিক স্যাটায়ার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার কেবল টিভির পর্দাতেই নয়, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে এবং ওটিটিতে। গতকাল ট্রেলার রিলিজ করে এমনটি জানালেন নির্মাতা।
৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিক্যুয়েল নয়। ৪২০ ধারাবাহিকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। এবার নেই তাঁদের কেউ। শুধু অভিনয়শিল্পী নয়, একেবারে নতুন একটি গল্প দেখা যাবে ৮৪০ সিনেমায়।
‘নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে’—ফজলুর রহমান বাবুর এমন সংলাপ দিয়ে শুরু হয় তিন মিনিটের ট্রেলার। ১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তাঁর কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময়ে দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। ট্রেলারে উঠে এসেছে গুমের ঘটনাও। একসময় দেশ ছেড়ে পালিয়ে যান নাসির উদ্দিন।
৮৪০ সিনেমায় আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।
৪২০কেও ছাড়িয়ে যাবে ৮৪০, এমনটি প্রত্যাশা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতা ফেসবুকে লেখেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বর ভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ৪২০। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছু ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ৪২০-এর ডাবলআপ ৮৪০!’
ট্রেলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ৮৪০ বানিয়েছেন ফারুকী। ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় এক বছর আগে নওগাঁ-রাজশাহীতে ৮৪০-এর শুটিং করা হয়। তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল পাওয়া যাচ্ছে কেন? সবই কি কাকতাল?
এমন প্রশ্ন যে উঠবে, তা আগেই ধারণা করেছিলেন ফারুকী। তাই গত আগস্টে সিনেমাটি নিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা-ও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’
ট্রেলার রিলিজ হলেও এটি কবে এবং কোথায় দেখা যাবে, তা জানানো হয়নি। আজ সিনেমার পোস্টার রিলিজ দেওয়ার কথা। এরপর জানানো হবে মুক্তির তারিখ।
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার কেবল টিভির পর্দাতেই নয়, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে এবং ওটিটিতে। গতকাল ট্রেলার রিলিজ করে এমনটি জানালেন নির্মাতা।
৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিক্যুয়েল নয়। ৪২০ ধারাবাহিকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। এবার নেই তাঁদের কেউ। শুধু অভিনয়শিল্পী নয়, একেবারে নতুন একটি গল্প দেখা যাবে ৮৪০ সিনেমায়।
‘নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে’—ফজলুর রহমান বাবুর এমন সংলাপ দিয়ে শুরু হয় তিন মিনিটের ট্রেলার। ১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তাঁর কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময়ে দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। ট্রেলারে উঠে এসেছে গুমের ঘটনাও। একসময় দেশ ছেড়ে পালিয়ে যান নাসির উদ্দিন।
৮৪০ সিনেমায় আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।
৪২০কেও ছাড়িয়ে যাবে ৮৪০, এমনটি প্রত্যাশা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতা ফেসবুকে লেখেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বর ভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ৪২০। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছু ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ৪২০-এর ডাবলআপ ৮৪০!’
ট্রেলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ৮৪০ বানিয়েছেন ফারুকী। ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় এক বছর আগে নওগাঁ-রাজশাহীতে ৮৪০-এর শুটিং করা হয়। তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল পাওয়া যাচ্ছে কেন? সবই কি কাকতাল?
এমন প্রশ্ন যে উঠবে, তা আগেই ধারণা করেছিলেন ফারুকী। তাই গত আগস্টে সিনেমাটি নিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা-ও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’
ট্রেলার রিলিজ হলেও এটি কবে এবং কোথায় দেখা যাবে, তা জানানো হয়নি। আজ সিনেমার পোস্টার রিলিজ দেওয়ার কথা। এরপর জানানো হবে মুক্তির তারিখ।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে