বক্স অফিসে অসফল হয়েও ‘লিজেন্ড’ রাম গোপাল ভার্মা
তিনি একজন অদ্ভুত নির্মাতা! বিতর্ক তাঁর সঙ্গী, তাঁর সিনেমা হিট কম ফ্লপ বেশি, তবু তাঁকে অস্বীকার করার উপায় নেই। পুরো ক্যারিয়ারে হিট সিনেমার সংখ্যা মাত্র তিনটি, আর ২৬টি ফ্লপ। এখনো সিনেমা তিনি নিয়মিত বানিয়ে চলেছেন। তবে ১৯৯৮ সালের পর থেকে একটাও হিট হয়নি। ভারতীয় সিনেমায় তবু তাঁকে লিজেন্ড বলে মনে করা হয়।