ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।
ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে