আজকের পত্রিকা ডেস্ক
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
করোনা মহামারিতে অন্য সব খাতের মতোই ভয়াবহ মন্দায় পড়েছিল চলচ্চিত্র খাতও। মহামারির পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই মন্দা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখনো পুরোপুরি হলমুখী করা যায়নি দর্শকদের। করোনাকালীন মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে তারই ফল এসব।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে আয় হয়েছে মাত্র ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা করোনা পূর্ব সময়ের প্রায় ২৫ শতাংশ কম। ২০১৯ সালে করোনার আগে দুই দেশের বক্স অফিসে আয় ছিল ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
মহামারির পর ২০২৩ সালে হলিউড চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটের কারণেও নতুন করে সংকটে পড়ে হলিউড ইন্ডাস্ট্রি। তবে, সব প্রতিকূলতা পেরিয়ে চলতি বছর আবার জমে উঠবে হলিউড ইন্ডাস্ট্রি—এমনটাই প্রত্যাশা শিল্পী-কলাকুশলী সবার।
ইউরোপের ভ্যু সিনেমাস–এর প্রতিষ্ঠাতা ও সিইও টিম রিচার্ডস বলেন, ‘একটি বড় বাজেটের সিনেমা নির্মাণের জন্য সেরা প্রতিভা, সেরা অভিনেতা ও সেরা সেট দরকার হয়। এই পুরো প্রক্রিয়া আবার সচল হতে সময় লাগে। সম্ভবত সেই সময়টা শেষ হতে চলেছে। ২০২৫ সালে আমরা সেই প্রভাবের শেষ অংশটা দেখতে পাব।’
রয়টার্সের তথ্যমতে, আগামী মাসে লাস ভেগাসে বার্ষিক সিনেমাকন সম্মেলনে হলিউডের শীর্ষস্থানীয় স্টুডিও ও সিনেমা মালিকেরা মিলিত হবেন। সেখানে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এই ইভেন্টে এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেমার্ক এবং সিনেওয়ার্ল্ডের মতো বড় মাল্টিপ্লেক্স চেইনের কর্মকর্তারা অংশ নেবেন, সঙ্গে থাকবে ছোট শহরের একক মালিকানাধীন হলগুলোর প্রতিনিধিরাও।
বর্তমানে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। করোনা পূর্ববর্তী সময়ে শুধু নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো বড় প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় থাকলেও বর্তমানে ছোট–বড় বহু ওটিটি থাকছে দর্শকদের পছন্দের তালিকায়। তা ছাড়া, বড় প্ল্যাটফর্মগুলোতে দর্শক বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ।
বিশ্লেষকেরা বলছেন, এখন ওটিটির দিকেই ঝুঁকছেন দর্শকেরা। যেকোনো চলচ্চিত্র মুক্তির সঙ্গে সঙ্গে হলে গিয়ে দেখার যে প্রবণতা আগে ছিল, তা এখন নেই বললেই চলে। হলে মুক্তির পর সেটি কবে ওটিটিতে মুক্তি দেওয়া হবে তার জন্য অপেক্ষা করেন দর্শকদের বড় একটি অংশ।
ফ্যানডাঙ্গোর মুভি অ্যানালিটিকস পরিচালক শন রবিন্সের মতে, সিনেমা ইন্ডাস্ট্রি এখন ‘নিউ নরমাল’ বা ‘নয়া স্বাভাবিক’ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘কেবল বড় বাজেটের ব্লকবাস্টার ছবিগুলো দেখতেই হলে যাচ্ছে মানুষ। অন্যান্য সিনেমার ক্ষেত্রে তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য অপেক্ষা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।’
তিনি আরও বলেন, ‘আগে সিনেমা হলে মুক্তির তিন মাস পর কোনো ছবি স্ট্রিমিংয়ে আসত। এখন অনেক ছবিই তিন থেকে আট সপ্তাহের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে। কারণ, দর্শকেরা হলে যাচ্ছে না।’
এমন পরিস্থিতিতে হলগুলোর টিকে থাকা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। একাডেমি অ্যাওয়ার্ডসে ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে হল বাঁচানোর আহ্বান জানান শন বেকার। বলেন, ‘হল বাঁচিয়ে রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হলে এসে সিনেমা দেখার প্রবণতা দিন দিন কমছে। আমরা যদি এই ধারার পরিবর্তন না করি, তাহলে আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ চিরতরে হারিয়ে যাবে।’
শন রবিন্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন বক্স অফিসে আয় সামান্য বাড়বে এবং ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি যেতে পারে। তবে কবে বক্স অফিস আগের অবস্থায় ফিরবে, সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। টিম রিচার্ডস মনে করেন, অ্যাভাটারের নতুন সিক্যুয়েলটি হলগুলোর জন্য বড় পরিবর্তনের সূচনা করবে। তিনি বলেন, ‘আমরা অ্যাভাটারকে সেই পরিবর্তনের সূচনা হিসেবে দেখছি। ২০২৬ সালে আরও অসাধারণ সব সিনেমা আসছে, যা ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ বয়ে আনবে।’
২০২৫ সালে মুক্তি পেতে যাওয়া বড় ছবিগুলোর মধ্যে রয়েছে: মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং, যা সম্ভবত টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের শেষ ছবি হতে চলেছে। ট্রেলারে ক্রুজের বলা ‘শেষবারের মতো’ শব্দ দুটি সেই ইঙ্গিত দিয়েছে বলেই মনে করা হচ্ছে। মিশন ইম্পসিবলের একই সময় মুক্তি পাবে ডিজনির লাইভ–অ্যাকশন লিলো অ্যান্ড স্টিচ।
জুনে মুক্তি পাবে ব্র্যাড পিট অভিনীত এফ ওয়ান, যেখানে তিনি একজন ফর্মুলা–১ রেসারের চরিত্রে অভিনয় করেছেন। জুলাইয়ে ওয়ার্নার ব্রাদার্সের নতুন সুপারম্যান আসছে, যা পরিচালনা করেছেন গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির পরিচালক জেমস গান। সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।
মার্ভেল স্টুডিওর থান্ডারবোল্টস দিয়ে মে মাসের শুরুতে গ্রীষ্মকালীন ব্লকবাস্টার মৌসুম শুরু হবে, আর জুলাইয়ের শেষে মুক্তি পাবে দ্য ফ্যান্টাস্টিক ফোর। নভেম্বর–ডিসেম্বরে ছুটির মৌসুমে মুক্তি পাবে মিউজিক্যাল হিট উইকেড–এর দ্বিতীয় পর্ব, অ্যানিমেটেড ফিল্ম জুটোপিয়া–২ এবং জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ।
অ্যাভাটারের প্রথম পর্ব এখনো সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড ধরে রেখেছে।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
করোনা মহামারিতে অন্য সব খাতের মতোই ভয়াবহ মন্দায় পড়েছিল চলচ্চিত্র খাতও। মহামারির পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই মন্দা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখনো পুরোপুরি হলমুখী করা যায়নি দর্শকদের। করোনাকালীন মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে তারই ফল এসব।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে আয় হয়েছে মাত্র ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা করোনা পূর্ব সময়ের প্রায় ২৫ শতাংশ কম। ২০১৯ সালে করোনার আগে দুই দেশের বক্স অফিসে আয় ছিল ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
মহামারির পর ২০২৩ সালে হলিউড চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটের কারণেও নতুন করে সংকটে পড়ে হলিউড ইন্ডাস্ট্রি। তবে, সব প্রতিকূলতা পেরিয়ে চলতি বছর আবার জমে উঠবে হলিউড ইন্ডাস্ট্রি—এমনটাই প্রত্যাশা শিল্পী-কলাকুশলী সবার।
ইউরোপের ভ্যু সিনেমাস–এর প্রতিষ্ঠাতা ও সিইও টিম রিচার্ডস বলেন, ‘একটি বড় বাজেটের সিনেমা নির্মাণের জন্য সেরা প্রতিভা, সেরা অভিনেতা ও সেরা সেট দরকার হয়। এই পুরো প্রক্রিয়া আবার সচল হতে সময় লাগে। সম্ভবত সেই সময়টা শেষ হতে চলেছে। ২০২৫ সালে আমরা সেই প্রভাবের শেষ অংশটা দেখতে পাব।’
রয়টার্সের তথ্যমতে, আগামী মাসে লাস ভেগাসে বার্ষিক সিনেমাকন সম্মেলনে হলিউডের শীর্ষস্থানীয় স্টুডিও ও সিনেমা মালিকেরা মিলিত হবেন। সেখানে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এই ইভেন্টে এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেমার্ক এবং সিনেওয়ার্ল্ডের মতো বড় মাল্টিপ্লেক্স চেইনের কর্মকর্তারা অংশ নেবেন, সঙ্গে থাকবে ছোট শহরের একক মালিকানাধীন হলগুলোর প্রতিনিধিরাও।
বর্তমানে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। করোনা পূর্ববর্তী সময়ে শুধু নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো বড় প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় থাকলেও বর্তমানে ছোট–বড় বহু ওটিটি থাকছে দর্শকদের পছন্দের তালিকায়। তা ছাড়া, বড় প্ল্যাটফর্মগুলোতে দর্শক বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ।
বিশ্লেষকেরা বলছেন, এখন ওটিটির দিকেই ঝুঁকছেন দর্শকেরা। যেকোনো চলচ্চিত্র মুক্তির সঙ্গে সঙ্গে হলে গিয়ে দেখার যে প্রবণতা আগে ছিল, তা এখন নেই বললেই চলে। হলে মুক্তির পর সেটি কবে ওটিটিতে মুক্তি দেওয়া হবে তার জন্য অপেক্ষা করেন দর্শকদের বড় একটি অংশ।
ফ্যানডাঙ্গোর মুভি অ্যানালিটিকস পরিচালক শন রবিন্সের মতে, সিনেমা ইন্ডাস্ট্রি এখন ‘নিউ নরমাল’ বা ‘নয়া স্বাভাবিক’ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘কেবল বড় বাজেটের ব্লকবাস্টার ছবিগুলো দেখতেই হলে যাচ্ছে মানুষ। অন্যান্য সিনেমার ক্ষেত্রে তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য অপেক্ষা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।’
তিনি আরও বলেন, ‘আগে সিনেমা হলে মুক্তির তিন মাস পর কোনো ছবি স্ট্রিমিংয়ে আসত। এখন অনেক ছবিই তিন থেকে আট সপ্তাহের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে। কারণ, দর্শকেরা হলে যাচ্ছে না।’
এমন পরিস্থিতিতে হলগুলোর টিকে থাকা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। একাডেমি অ্যাওয়ার্ডসে ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে হল বাঁচানোর আহ্বান জানান শন বেকার। বলেন, ‘হল বাঁচিয়ে রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হলে এসে সিনেমা দেখার প্রবণতা দিন দিন কমছে। আমরা যদি এই ধারার পরিবর্তন না করি, তাহলে আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ চিরতরে হারিয়ে যাবে।’
শন রবিন্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন বক্স অফিসে আয় সামান্য বাড়বে এবং ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি যেতে পারে। তবে কবে বক্স অফিস আগের অবস্থায় ফিরবে, সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। টিম রিচার্ডস মনে করেন, অ্যাভাটারের নতুন সিক্যুয়েলটি হলগুলোর জন্য বড় পরিবর্তনের সূচনা করবে। তিনি বলেন, ‘আমরা অ্যাভাটারকে সেই পরিবর্তনের সূচনা হিসেবে দেখছি। ২০২৬ সালে আরও অসাধারণ সব সিনেমা আসছে, যা ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ বয়ে আনবে।’
২০২৫ সালে মুক্তি পেতে যাওয়া বড় ছবিগুলোর মধ্যে রয়েছে: মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং, যা সম্ভবত টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের শেষ ছবি হতে চলেছে। ট্রেলারে ক্রুজের বলা ‘শেষবারের মতো’ শব্দ দুটি সেই ইঙ্গিত দিয়েছে বলেই মনে করা হচ্ছে। মিশন ইম্পসিবলের একই সময় মুক্তি পাবে ডিজনির লাইভ–অ্যাকশন লিলো অ্যান্ড স্টিচ।
জুনে মুক্তি পাবে ব্র্যাড পিট অভিনীত এফ ওয়ান, যেখানে তিনি একজন ফর্মুলা–১ রেসারের চরিত্রে অভিনয় করেছেন। জুলাইয়ে ওয়ার্নার ব্রাদার্সের নতুন সুপারম্যান আসছে, যা পরিচালনা করেছেন গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির পরিচালক জেমস গান। সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।
মার্ভেল স্টুডিওর থান্ডারবোল্টস দিয়ে মে মাসের শুরুতে গ্রীষ্মকালীন ব্লকবাস্টার মৌসুম শুরু হবে, আর জুলাইয়ের শেষে মুক্তি পাবে দ্য ফ্যান্টাস্টিক ফোর। নভেম্বর–ডিসেম্বরে ছুটির মৌসুমে মুক্তি পাবে মিউজিক্যাল হিট উইকেড–এর দ্বিতীয় পর্ব, অ্যানিমেটেড ফিল্ম জুটোপিয়া–২ এবং জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ।
অ্যাভাটারের প্রথম পর্ব এখনো সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড ধরে রেখেছে।
‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
৮ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
৯ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
২১ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
২১ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি সপ্তাহে স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেড আয়োজন করছে সৃজনশীল আড্ডা ‘ইকুয়ানিমিটি সেশনস’। এই অনুষ্ঠানে শিল্পী, চিন্তক ও স্বপ্নবাজেরা নিজেদের সৃজনশীল যাত্রা ও ভাবনা ভাগ করে নেন। এই সিজনের নবম পর্বে থাকছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। গুলশানের নিকেতনে স্টুডিও ইয়েলো সামথিংয়ের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বিকেল ৫টায়।
আয়োজকেরা জানিয়েছেন, এই আড্ডায় থাকবে সংগীত, গল্প ও অনুপ্রেরণার এক সুন্দর মেলবন্ধন—যা মনে করিয়ে দেবে, শিল্পই হতে পারে ভারসাম্য ও মননশীলতার পথ।
সুনিধি নায়েক এই সেশনে বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
সুনিধি নায়েক বলেন, ‘ছোটবেলা থেকে আমি সংগীতের সঙ্গে জড়িত। বছরের পর বছর আমি বিভিন্ন ধারা অন্বেষণ করেছি। বিভিন্ন ধরনের ফিউশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। ভবিষ্যতে, আমি আমাদের শেকড়ের গানের সঙ্গে বিভিন্ন ঘরানার মিশ্রণে নতুন কিছু সৃষ্টি করতে চাই। অনেক বছর রবীন্দ্রসংগীত এবং শাস্ত্রীয় সংগীত শিখেছি। সংগীতে ২৭ বছরের এই দীর্ঘ যাত্রার কথাই এই অনুষ্ঠানে বলব।’
সবশেষ গত জুনে প্রকাশ পেয়েছিল সুনিধি নায়েকের ‘পালাবে কোথায়’ গানটি। লিখেছেন ও সুর করেছেন সুনিধি নায়েকের স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।
পালাবে কোথায় গানের মিউজিক ভিডিও বানিয়েছেন আদনান আল রাজীব। ভিডিওতে সুনিধি নায়েকের সঙ্গে দেখা গেছে শরিফুল রাজকে।
প্রতি সপ্তাহে স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেড আয়োজন করছে সৃজনশীল আড্ডা ‘ইকুয়ানিমিটি সেশনস’। এই অনুষ্ঠানে শিল্পী, চিন্তক ও স্বপ্নবাজেরা নিজেদের সৃজনশীল যাত্রা ও ভাবনা ভাগ করে নেন। এই সিজনের নবম পর্বে থাকছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। গুলশানের নিকেতনে স্টুডিও ইয়েলো সামথিংয়ের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বিকেল ৫টায়।
আয়োজকেরা জানিয়েছেন, এই আড্ডায় থাকবে সংগীত, গল্প ও অনুপ্রেরণার এক সুন্দর মেলবন্ধন—যা মনে করিয়ে দেবে, শিল্পই হতে পারে ভারসাম্য ও মননশীলতার পথ।
সুনিধি নায়েক এই সেশনে বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
সুনিধি নায়েক বলেন, ‘ছোটবেলা থেকে আমি সংগীতের সঙ্গে জড়িত। বছরের পর বছর আমি বিভিন্ন ধারা অন্বেষণ করেছি। বিভিন্ন ধরনের ফিউশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। ভবিষ্যতে, আমি আমাদের শেকড়ের গানের সঙ্গে বিভিন্ন ঘরানার মিশ্রণে নতুন কিছু সৃষ্টি করতে চাই। অনেক বছর রবীন্দ্রসংগীত এবং শাস্ত্রীয় সংগীত শিখেছি। সংগীতে ২৭ বছরের এই দীর্ঘ যাত্রার কথাই এই অনুষ্ঠানে বলব।’
সবশেষ গত জুনে প্রকাশ পেয়েছিল সুনিধি নায়েকের ‘পালাবে কোথায়’ গানটি। লিখেছেন ও সুর করেছেন সুনিধি নায়েকের স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।
পালাবে কোথায় গানের মিউজিক ভিডিও বানিয়েছেন আদনান আল রাজীব। ভিডিওতে সুনিধি নায়েকের সঙ্গে দেখা গেছে শরিফুল রাজকে।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
২৫ মার্চ ২০২৫বিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
৯ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
২১ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
২১ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর ভেঙে গিয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের দেড় বছর পর রকিব সরকারকে জড়িয়ে আবার আলোচনায় মাহি।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রকিব সরকারের সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করতেন মাহি। তবে বিচ্ছেদের পর আর কোনো ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাহি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশা আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে রকিব সরকারও একই ছবি পোস্ট করেন।
মাহি ও রকিবের কাছাকাছি সময় ছবি পোস্ট করা রহস্যের জন্ম দিয়েছে। তবে কি দুজনের সম্পর্কের বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে এ নিয়ে আলোচনা।
মাহি ও রকিবের পোস্টের পর গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার কেউ বলছেন, তাঁরা আসলে পুরোপুরি আলাদা হননি, সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল। তবে এ নিয়ে এখনো আর কোনো কথা বলেননি মাহি ও রকিব।
গত বছর ভেঙে গিয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের দেড় বছর পর রকিব সরকারকে জড়িয়ে আবার আলোচনায় মাহি।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রকিব সরকারের সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করতেন মাহি। তবে বিচ্ছেদের পর আর কোনো ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাহি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশা আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে রকিব সরকারও একই ছবি পোস্ট করেন।
মাহি ও রকিবের কাছাকাছি সময় ছবি পোস্ট করা রহস্যের জন্ম দিয়েছে। তবে কি দুজনের সম্পর্কের বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে এ নিয়ে আলোচনা।
মাহি ও রকিবের পোস্টের পর গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার কেউ বলছেন, তাঁরা আসলে পুরোপুরি আলাদা হননি, সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল। তবে এ নিয়ে এখনো আর কোনো কথা বলেননি মাহি ও রকিব।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
২৫ মার্চ ২০২৫‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
৮ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
২১ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
২১ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা
আবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
কাবেরী বলেন, ‘খুব ইচ্ছে করে সিনেমায় অভিনয় করি। কিন্তু একটা ভয় কাজ করে। সিনেমায় আগের মতো সেই শ্রদ্ধা, সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা-ভালোবাসা ছিল, তা ভাষায় প্রকাশের নয়। কিন্তু এখন যা শুনি, তাতে মন খারাপ হয়ে যায়। তারপরও মাঝে মাঝে মনে হয়, আরেকবার ফিল্মে কাজ করি। কারণ, ফিল্ম থেকেই তো আমার আজকের কাবেরী হয়ে ওঠা। তবে অবশ্যই চরিত্রটা আমার সঙ্গে মানানসই হতে হবে।’
কাবেরীর পরিবারের অনেকেই বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। উপমহাদেশের খ্যাতিমান নারী প্রযোজক মালতী দেবীর মেয়ে চিত্রনায়িকা কাবেরী। কাবেরীর ভাই উত্তম আকাশ দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। স্বামী প্রদীপ দে একজন প্রযোজক, পরিচালক, পরিবেশক ও প্রদর্শক। কাবেরী ও প্রদীপ দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ দে সুমন চলচ্চিত্র প্রযোজক। ১৯৮৪ সালে ‘ন্যায় বিচার’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
কাবেরী জানিয়েছেন, চাঁদপুর থেকে ঢাকার খিলগাঁওয়ে এসে যখন ক্লাস ফাইভ কিংবা সিক্সে পড়েন, তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম কাবেরীর পরিবারের কাছে প্রস্তাব রাখেন তাঁকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের। পরিবারের সম্মতি পেয়ে কাবেরী ও শাম্মীকে নিয়ে দীলিপ সোম নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’। মুক্তি পায় ১৯৭০ সালে। ১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সুভাষ দত্তের ‘বলাকা মন’। এরপর ‘সুখদুঃখ’, ‘অবাক পৃথিবী’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’সহ শতাধিক সিনেমায় অভিনয় করে কাবেরী পেয়েছেন দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা।
আবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
কাবেরী বলেন, ‘খুব ইচ্ছে করে সিনেমায় অভিনয় করি। কিন্তু একটা ভয় কাজ করে। সিনেমায় আগের মতো সেই শ্রদ্ধা, সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা-ভালোবাসা ছিল, তা ভাষায় প্রকাশের নয়। কিন্তু এখন যা শুনি, তাতে মন খারাপ হয়ে যায়। তারপরও মাঝে মাঝে মনে হয়, আরেকবার ফিল্মে কাজ করি। কারণ, ফিল্ম থেকেই তো আমার আজকের কাবেরী হয়ে ওঠা। তবে অবশ্যই চরিত্রটা আমার সঙ্গে মানানসই হতে হবে।’
কাবেরীর পরিবারের অনেকেই বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। উপমহাদেশের খ্যাতিমান নারী প্রযোজক মালতী দেবীর মেয়ে চিত্রনায়িকা কাবেরী। কাবেরীর ভাই উত্তম আকাশ দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। স্বামী প্রদীপ দে একজন প্রযোজক, পরিচালক, পরিবেশক ও প্রদর্শক। কাবেরী ও প্রদীপ দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ দে সুমন চলচ্চিত্র প্রযোজক। ১৯৮৪ সালে ‘ন্যায় বিচার’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
কাবেরী জানিয়েছেন, চাঁদপুর থেকে ঢাকার খিলগাঁওয়ে এসে যখন ক্লাস ফাইভ কিংবা সিক্সে পড়েন, তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম কাবেরীর পরিবারের কাছে প্রস্তাব রাখেন তাঁকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের। পরিবারের সম্মতি পেয়ে কাবেরী ও শাম্মীকে নিয়ে দীলিপ সোম নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’। মুক্তি পায় ১৯৭০ সালে। ১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সুভাষ দত্তের ‘বলাকা মন’। এরপর ‘সুখদুঃখ’, ‘অবাক পৃথিবী’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’সহ শতাধিক সিনেমায় অভিনয় করে কাবেরী পেয়েছেন দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
২৫ মার্চ ২০২৫‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
৮ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
৯ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
২১ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান। নিজের প্রতিটি গানে ভিন্নতা আনার চেষ্টা করেন তিনি। এবার নতুন গান নিয়ে এলেন সুজান আফজাল। যথারীতি এই গানের সংগীতায়োজনেও থাকছে ভিন্নতা। তবে, এবার সুজান চমক দিয়েছেন গানের ভিডিওতে। পুরো ভিডিওটি বানিয়েছেন এআই দিয়ে।
সারা বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও কনটেন্ট তৈরি হচ্ছে। সেই কথা মাথায় রেখে প্রথমবারের মতো সুজান উপহার দিলেন সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারায় কোনো ধরনের পরিবর্তন না এনে তৈরি হয়েছে পুরো ভিডিও।
সুজানের গাওয়া নতুন গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি লিখেছেন ও সুর করেছেন সুজান। সংগীত পরিচালনা করেছেন নমন। সুজান নিজেই তৈরি করেছেন গানের পুরো ভিডিও। ১২ অক্টোবর গানটি ইউটিউবসহ দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই শ্রোতামহলে প্রশংসা কুড়াচ্ছে নিঝুম রাত।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিওটি তৈরি হয়েছে। সব চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআইভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’
সংগীত পরিচালক নমন বলেন, ‘নিঝুম রাত গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে। এআইভিত্তিক এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটাই জয় করার চেষ্টা করেছেন সুজান। আশা করি, সব শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।’
ভিডিওটির গ্রাফিকস, কালার গ্রেডিং, এডিটিংসহ সব কাজই করেছেন সুজান আফজাল। গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন নমন।
২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান। নিজের প্রতিটি গানে ভিন্নতা আনার চেষ্টা করেন তিনি। এবার নতুন গান নিয়ে এলেন সুজান আফজাল। যথারীতি এই গানের সংগীতায়োজনেও থাকছে ভিন্নতা। তবে, এবার সুজান চমক দিয়েছেন গানের ভিডিওতে। পুরো ভিডিওটি বানিয়েছেন এআই দিয়ে।
সারা বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও কনটেন্ট তৈরি হচ্ছে। সেই কথা মাথায় রেখে প্রথমবারের মতো সুজান উপহার দিলেন সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারায় কোনো ধরনের পরিবর্তন না এনে তৈরি হয়েছে পুরো ভিডিও।
সুজানের গাওয়া নতুন গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি লিখেছেন ও সুর করেছেন সুজান। সংগীত পরিচালনা করেছেন নমন। সুজান নিজেই তৈরি করেছেন গানের পুরো ভিডিও। ১২ অক্টোবর গানটি ইউটিউবসহ দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই শ্রোতামহলে প্রশংসা কুড়াচ্ছে নিঝুম রাত।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিওটি তৈরি হয়েছে। সব চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআইভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’
সংগীত পরিচালক নমন বলেন, ‘নিঝুম রাত গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে। এআইভিত্তিক এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটাই জয় করার চেষ্টা করেছেন সুজান। আশা করি, সব শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।’
ভিডিওটির গ্রাফিকস, কালার গ্রেডিং, এডিটিংসহ সব কাজই করেছেন সুজান আফজাল। গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন নমন।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
২৫ মার্চ ২০২৫‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
৮ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
৯ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
২১ ঘণ্টা আগে