সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। পরিবার বলছে, যুবককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় চোরচক্র। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে চোরচক্রের মারধরে আহত হন চারজন জেলে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম—পারভেজ (২২)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে।
এ দিকে চোরচক্রের মারধরে আহত হন জেলে সাজু দাস (২২), সুব্রত দাস (২৫), শোধাম দাস (৩৬) ও নির্ধন দাস (৪০)।
নিহতের বড় ভাই হুমায়ুন (৩২) আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে একটি চোরচক্র আমাদের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনার পাড়ে জেলেদের চোখে পড়ে। এ সময় জেলেরা আমাকে খবর দেয় তাঁরা। খবর পেয়ে ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে গরু চোরদের ধরতে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনার পাড়ে যাই।’
হুমায়ুন আরও বলেন, ‘সেখানে গিয়ে দেখি চোরচক্র কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে রেখেছে। এ সময় আমরা একটু সামনে যেতেই চোরচক্রের ৪-৫ সদস্য অন্ধকারের মধ্যে পারভেজকে টেনে-হিঁচড়ে মেঘনার পাড়ে নিয়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে আমি সামনে আগাতে চাইলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তাঁরা এবং পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আত্মীয়স্বজন ও গ্রামবাসীরাসহ পারভেজকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ও মারা যায়।’
চোরচক্রের মারধরের শিকার হয়ে আহত জেলে সাজু দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দুইটা বা আড়াইটা হবে। আমরা মাছ ধরা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ চোরেরা এসে আমাদের ৪ জনকে বেঁধে মারধর শুরু করে এবং আমরা যাতে ফোনে চুরির ঘটনা গ্রামবাসীকে না জানাই। আর ২-৩ জন পারভেজকে ধরে নদী পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাঁকে মেরে তারা নৌকায় করে চলে যায়।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। পরিবার বলছে, যুবককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় চোরচক্র। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে চোরচক্রের মারধরে আহত হন চারজন জেলে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম—পারভেজ (২২)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে।
এ দিকে চোরচক্রের মারধরে আহত হন জেলে সাজু দাস (২২), সুব্রত দাস (২৫), শোধাম দাস (৩৬) ও নির্ধন দাস (৪০)।
নিহতের বড় ভাই হুমায়ুন (৩২) আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে একটি চোরচক্র আমাদের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনার পাড়ে জেলেদের চোখে পড়ে। এ সময় জেলেরা আমাকে খবর দেয় তাঁরা। খবর পেয়ে ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে গরু চোরদের ধরতে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনার পাড়ে যাই।’
হুমায়ুন আরও বলেন, ‘সেখানে গিয়ে দেখি চোরচক্র কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে রেখেছে। এ সময় আমরা একটু সামনে যেতেই চোরচক্রের ৪-৫ সদস্য অন্ধকারের মধ্যে পারভেজকে টেনে-হিঁচড়ে মেঘনার পাড়ে নিয়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে আমি সামনে আগাতে চাইলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তাঁরা এবং পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আত্মীয়স্বজন ও গ্রামবাসীরাসহ পারভেজকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ও মারা যায়।’
চোরচক্রের মারধরের শিকার হয়ে আহত জেলে সাজু দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দুইটা বা আড়াইটা হবে। আমরা মাছ ধরা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ চোরেরা এসে আমাদের ৪ জনকে বেঁধে মারধর শুরু করে এবং আমরা যাতে ফোনে চুরির ঘটনা গ্রামবাসীকে না জানাই। আর ২-৩ জন পারভেজকে ধরে নদী পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাঁকে মেরে তারা নৌকায় করে চলে যায়।’
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫