Ajker Patrika

সাংবাদিক পলাশকে হত্যার মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬: ১২
সাংবাদিক পলাশকে হত্যার মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদরের মাসিমনগরে স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আবু ইউসুফ ও আবু ছায়েদ। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি সদর উপজেলার মাসুমনগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে সদর নোয়াখালী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান পলাশ। একই বছরের ১৬ জানুয়ারি পলাশের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৭ অক্টোবর আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত