Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে চবি শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯: ১৭
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে চবি শিক্ষার্থী আটক

জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের পরীক্ষায় প্রক্সি দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিন ও তাঁর সহযোগী আব্দুল কাদের রিমন। 

সূত্র জানায়, আজ চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রটির দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজিরা তালিকায় থাকা মূল পরীক্ষার্থী ও প্রক্সিদাতার প্রবেশপত্রের ছবির মধ্যে গরমিল দেখতে পান। অনুসন্ধানে বেরিয়ে আসে মো. হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে প্রবেশপত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিনের ছবি বসানো। হায়দার রশিদ হিসেবে পরীক্ষা দিতে এসেছেন জালাল। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, একপর্যায়ে জালাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, ৫ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে তাঁকে ভাড়ায় নিয়ে এসেছে নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের একটি চক্র। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার বলেন, আটক জালাল উদ্দিনের তথ্য অনুযায়ী ছদ্মবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালায়। দুপুর ১টার দিকে চসিক মিউনিসিপ্যাল স্কুলসংলগ্ন এলাকা থেকে প্রক্সি সিন্ডিকেটের সদস্য আব্দুল কাদের রিমনকে আটক করা হয়। 

পীযূষ কুমার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জাহাঙ্গীর নামের একজনসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত