Ajker Patrika

পরশুরামে হোটেলে চুরির ঘটনায় ৩ নৈশপ্রহরী গ্রেপ্তার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১: ৫৩
পরশুরামে হোটেলে চুরির ঘটনায় ৩ নৈশপ্রহরী গ্রেপ্তার

ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)। 

জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে। 

পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের সরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। 

পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’ 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত