Ajker Patrika

বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। 

গ্রামবাসী ও পরিবারের লোকজন জানায়, প্রায় তিন বছর আগে উপজেলার ইছাপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে কৃষক জুনায়িদ মিয়ার সঙ্গে পাশের বাড়ির বশির মিয়ার মেয়ে রিতা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অভাবের সংসারে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হতো। গত সোমবার রাতে বাগ্বিতণ্ডার জেরে স্ত্রীকে পেটাতে থাকে স্বামী। একপর্যায়ে স্বামীর বেধড়ক আঘাতে স্ত্রী রিতা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে রিতা আক্তার আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছে খবর গেলে রিতার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। রাত ১০টার পর বিজয়নগর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, 'পুলিশ খবর পেয়ে সোমবার রাত ১০টার পর মরদেহ উদ্ধার করেছে। নিহতের থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আজ মঙ্গলবার বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত