Ajker Patrika

ফেনীতে এক দিনে ৪৬ আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৭: ১৬
ফেনীতে এক দিনে ৪৬ আসামি গ্রেপ্তার

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে গত এক দিনে ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৮ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং ১৮ জন অন্যান্য মামলার আসামি। 

জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে ৫৫টি ইয়াবা বড়ি ও ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে ফেনী সদর থানায় দেড় কেজি গাঁজা, ডিবি পুলিশে পাঁচ কেজি গাঁজা, ছাগলনাইয়া থানায় ৫৫টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা, পরশুরাম থানায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং দাগনভূঞা থানায় ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

এ বিষয়ে ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও মিডিয়া সেলের সমন্বয়ক শহিদ উল্যাহ বলেন, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত