Ajker Patrika

পুলিশকে গুলি করে পালানো ৫ আসামি গ্রেপ্তার, মাদক জব্দ 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫২
পুলিশকে গুলি করে পালানো ৫ আসামি গ্রেপ্তার, মাদক জব্দ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তাঁর ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। এর আগে গতকাল সোমবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তাঁর ছেলে শিপন (৩০) এবং তাঁদের সহযোগী শরীফুল, রাজিব মিয়া ও সাজ্জাত হোসেন বাবু। 

জানা গেছে, আসামি মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তাঁর ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আসামিদের গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও রিভলবার, ইয়াবা, গাঁজা, হুইস্কিসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মনেক ও তাঁর ছেলে শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় মনেককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু খবর পেয়ে তাঁর ছেলে শিপনসহ কয়েকজন দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। তবে হামলাকারীদের গুলিতে নবীনগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি রানা গুলিবিদ্ধ হন। 

আসামিদের গ্রেপ্তারকালে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানাসহ পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত