Ajker Patrika

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) 
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১২: ৫৭
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে বাদী হয়ে মামলা করার পর আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এ ঘটনা ঘটেছে। মেয়ের বয়স ১৬ বছর। 

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তাঁর নির্যাতনে সন্তানকে রেখেই সংসার ছেড়ে চলে যান। পড়ে সন্তানটিও অসুস্থ হয়ে মারা যায়। পরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বিষপানে আত্মহত্যা করেন। এই পক্ষের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি আবার বিয়ে করেন। এ পক্ষে একটি মেয়ে রয়েছেন। সেই মেয়েটি বহুদিন ধরেই বাবার ধর্ষণের শিকার হচ্ছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

অবশেষে গত ২১ জানুয়ারি বিষয়টি জানতে পারেন মেয়েটির মা। প্রতিবাদ করলে তাঁকে তালাক দেওয়ার হুমকি দেন অভিযুক্ত ব্যক্তি। কিছুদিন আগে মেয়েটির বাবার নির্যাতনে মা ও মেয়ে বাড়ি ছেড়ে চলে যায়। গতকাল শুক্রবার মোবাইল ফোনে স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন তিনি। ওই মেয়ে ও তাঁর মা আজ থানায় গিয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। 

নাঙ্গলকোট থানার ওসি আসম আব্দুর নূর আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত